৮ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৮২ লাখ টাকা
সকাল ছয়টার কিছুক্ষণ আগে পদ্মা সেতু যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছিল। তারপর থেকে প্রথম আট ঘণ্টায় মাওয়া ও জাজিরা প্রান্ত থেকে গাড়ি পারাপার হয়েছে ১৫ হাজার ২০০টি। আর টোল আদায় হয়েছে ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা।
মাওয়ার দিক থেকে শরীয়তপুরের দিকে গাড়ি গিয়েছে আট হাজার ৪৩৮টি। অপরদিকে জাজিরা থেকে ঢাকার দিকে এসেছে ৬ হাজার ৭৬২টি ছোটবড় যানবাহন।
মাওয়াপ্রান্তে টোল আদায় হয়েছে ৪৬ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা। অপরদিকে জাজিরা প্রান্তে টোল আদায়ের পরিমান হচ্ছে ৩৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
রবিবার (২৬ জুন) বিকালে এসব তথ্য জানিয়েছেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন।
এই তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, সকাল থেকে যেসব গাড়ি চলাচল করেছে তার ৬০ শতাংশই মোটরসাইকেল। তুলনামূলক বড় যানবাহনের সংখ্যা কম।
তিনি জানান, সকাল ৬টার আগেই যানচলাচলের জন্য সেতু খুলে দেওয়া হয়।
সেতু সকালে খুলে দিলেও সেতুর দুই পাশ থেকে পারাপারের জন্য শত শত গাড়ি, প্রাউভেট কার, মোটরসাইকেলসহ বিভিন্ন শ্রেণির যানবাহন অপক্ষো করতে থাকে। এতে সেতুর দুই পাশের টোল প্লাজা থেকে লম্বা লাইন পড়ে যায় যানবাহনের।
এর আগে গত শনিবার (২৫ জুন) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণবঙ্গের ২১ জেলার নিরবিচ্ছিন্ন সড়ক যোগাগের অন্যতম মাধ্যম পদ্মা সেতুর উপর তৈরি হওয়া স্বপ্নের সেতু উদ্বোধন করেন।
এরপর তিনি প্রথম যাত্রী হিসেবে সেতুর মাওয়াপ্রান্তের টোলপ্লাজায় টোল পরিশোধ করে জাজিরা প্রান্তে যান।
এনএইচবি/এমএমএ/