পদ্মা সেতু: উচ্ছ্বাসে নিয়ম মানায় ভাটা
স্বপ্নের পদ্মা সেতু দিয়ে আজ রবিবার (২৬ জুন) ভোর থেকে যান চলাচল শুরু হয়েছে। কিন্তু পদ্মা সেতু পারাপার নিয়ে সরকারি নির্দেশনা অনেকেই মানছেন না।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছিল, স্পর্শকাতর স্থাপনা পদ্মা সেতুতে গাড়ি থামানো কিংবা মোটরসাইকেল থামিয়ে ছবি তোলা যাবে না। কোনোভাবেই কোনো প্রকার গাড়ি সেতুর উপরে দাঁড়াতে পারবে না।
কিন্তু যানবাহন চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হলে দেখা যায় সেতুর মাঝখানে গিয়ে অনেকেই ব্যক্তিগত গাড়ি থামিয়ে কিংবা মোটরসাইকেল থামিয়ে ছবি তুলছেন। আনন্দ-উচ্ছ্বাসের এই স্মৃতি ধরে রাখতে মানছেন না কোনো বাধা। আবার দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে নদী দেখছেন কেউ কেউ। কেউ সেতুর উপর এদিক সেদিক হাঁটাহাঁটি করছেন। এ যেন নিয়ম ভাঙার প্রতিযোগিতা।
উৎসুক মানুষদের এমন কর্মকাণ্ড থেকে বিরত রাখতে হাইওয়ে ও সেতুর টহল দল শত চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে।
সাধারণদের নিয়ম ভাঙার খেলা বন্ধ করতে সাইরেন বাজিয়ে সেতুর উত্তর থেকে দক্ষিণ প্রান্তে ছুটে বেড়াচ্ছে টহল গাড়ি। থেমে থাকা গাড়ি বা মানুষকে দাঁড়াতে দেখলেই ছুটে যাচ্ছেন পেট্রলম্যান। কখনো অনুরোধ করে, আবার কখনো গলা চড়িয়ে সরিয়ে দিচ্ছেন নিয়মকে থোড়াই কেয়ার করা লোকজনকে।
আরএ/