পদ্মা সেতুর মাওয়া প্রান্তে দীর্ঘ যানজট
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম দিনেই মাওয়া প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এই যানজট শ্রীনগরের সমসপুর এলাকা থেকে পদ্মা সেতুর টোল পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ হয়েছে।
রবিবার (২৬ জুন) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।
একদিকে বাড়তি গাড়ির চাপ অন্যদিকে উৎসুক জনতা সকাল থেকেই পদ্মা সেতুতে উঠার জন্য ভিড় করেছে। আবার অনেকেই ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুতে ঘোরার জন্য এসেছেন। সেইসঙ্গে টোল আদায়ে মন্থর গতির কারণে যানজটের সৃষ্টি হয়েছে।
রিপন নামে এক মোটরসাইকেল চালক জানান, টোল প্লাজার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। টোল প্লাজার সংখ্যা আরও বাড়ান উচিত। না হলে যানজট কমানো সম্ভব না।
প্রাইভেটকার নিয়ে পদ্মা সেতুর মাওয়া থেকে জাজিরা প্রান্তে যাওয়া বিশাখা বনলক্ষ্মী বলেন, মাওয়া প্রান্তে জ্যাম ছিল। তবে ফেরিতে যাওয়ার যে কষ্ট-ভোগান্তি তার তুলনায় এই জ্যাম তেমন কিছুই না। পরিবার নিয়ে মাত্র কয়েক মিনিটে পদ্মা পার হতে পারছি—এই আনন্দ অন্যরকম।
পদ্মা সেতুতে ঘুরতে এসেছেন রাব্বি নামে এক যুবক। তিনি বলেন, ইতিহাসের সাক্ষী হতে ভোরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে এসেছি। সকালে টোল প্লাজায় যানজটের কারণে পদ্মা সেতুতে উঠতে কিছুটা সমস্যা হলেও সেতুতে ঘুরতে পেরে খুব আনন্দ লাগছে।
তবে কাউন্টারে দায়িত্বরতরা বলছেন, অতিরিক্ত গাড়ির চাপে জ্যাম লেগেছে। টোলে যতটুকু সম্ভব কম সময়ই দেওয়া হচ্ছে।
টোল প্লাজায় টিকিট কাউন্টারে দায়িত্বরত সাগর হোসেন বলেন, যেহেতু আজকেই প্রথম যান চলাচল শুরু হয়েছে। তাই গাড়ির একটু চাপ রয়েছে। আর এখানে সবকিছুই যেহেতু নতুন, একটু সময় তো লাগতেই পারে।
আরএ/