শেষ মুহূর্তে স্থগিত বাংলাদেশ-ইইউ রাজনৈতিক সংলাপ
শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম রাজনৈতিক সংলাপ। ২৮ জুন ব্রাসেলসে এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইইউ এ সংলাপ স্থগিত করেছে। পরে সুবিধাজনক সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইউরোপের ২৭ জাতির এ সংগঠন।
গত বছরের অক্টোবরে ব্রাসেলসে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সফরকালে এ রাজনৈতিক সংলাপের বিষয়টি চূড়ান্ত হয়।
সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেওয়ার কথা ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ডেপুটি সেক্রেটারি জেনারেল এনরিকে মোরা।
সম্প্রতি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে উদ্বেগ জানিয়েছে ইইউ। বিষয়গুলো সুরাহার জন্য জবাবদিহি নিশ্চিত করতেও তাগিদ দিয়েছে সংগঠনটি।
ব্রাসেলসে বাংলাদেশ ও ইইউ যৌথ কমিশনের দশম বৈঠকে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ জানানো হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সংবিধান অনুযায়ী মানবাধিকার সমুন্নত রাখতে অঙ্গীকার করা হয়।
এ ছাড়া বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার তাগিদ দিয়েছে ইইউ। ব্রাসেলসের ওই বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
আরইউ/এসএন