পদ্মা সেতু যানবাহনের জন্য খুলছে রবিবার
দেশের আত্মমর্যাদার প্রতীক সক্ষমতার প্রতীক পদ্মা সেতু দিয়ে সর্বসাধারণের যানবাহন চলাচল শুরু হচ্ছে রবিবার ((২৬ জুন) সকাল থেকে। এদিন সকাল ৬টা থেকে শুরু হবে যানবাহন চলাচল।
দেশের দক্ষিণ-দক্ষিণ পশ্চিমের ২১ জেলার বঞ্চনার অবসান ঘটল পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে। শনিবার (২৫ জুন) সকাল ১১টা ৫৮ মিনিটে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: পদ্মা সেতুতে কোন বাহনে কত টোল
সেদিন নিজের গাড়ি বহর নিয়ে পদ্মা সেতু দিয়ে জাজিরা প্রান্তে শিবচর কাঠালবাড়ি জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে জনসভায় বক্তব্য শেষে সেতুর এক কিলোমিটার এলাকা পায়ে হেঁটে চলাচলের সুযোগ দেওয়া হয়। তবে উৎসবমুখর মানুষ সকল বাধা অতিক্রম করে সেতুতে মানুষের ঢল নামে।
শনিবার মাওয়া প্রান্তের টোল প্লাজায় নিজের গাড়ির টোল ৭৫০ টাকা এবং বহরে থাকা ১৮টি গাড়িসহ সব মিলে ১৬ হাজার ৪০০ টাকা টোল দেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে পদ্মা সেতু থেকে রাজস্ব আহরণ শুরু হলো। প্রধানমন্ত্রীই প্রথম ব্যক্তি যিনি টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন।
এসএম/এমএমএ/