একটা সেতু কিভাবে পার্থক্য গড়ে দিলো
চালু হলো পদ্মা সেতু, দূর হলো নদী পারাপারের বঞ্চনা। নানা কাজে যারা নদী পার হয়ে রাজধানীতে আসতো বা রাজধানী ছেড়ে যারা দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোতে ছুটে যায় তাদের জন্য পদ্মা সেতু এক আশ্চর্যজনক সৃষ্টি। যে নদী পার হতে শনিবার সকালে লেগেছে ২ ঘণ্টা ৫০ মিনিট। সেই একই নদী পার হয়ে মাওয়া প্রান্তে আসতে লেগেছে মাত্র ১০ মিনিট।
শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে নতুন অভিজ্ঞতার কথা তুলে ধরলেন আতিক রহমান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সহকারি পরিচালক আতিক রহমান ঢাকাপ্রকাশকে জানান, শনিবার সকালে মাওয়া থেকে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ফেরি পার হতে হয়। ফেরিতে ভাড়া নিয়েছিল ৬০০ টাকা। সময় লেগেছিল ২ ঘণ্টা ৫০ মিনিট।
জাজিরা প্রান্তের অনুষ্ঠান শেষে যখন ঢাকার দিকে রওয়ানা হই তখন আসার সময় সেতুতে টোল দিই মাত্র ৭৫০ টাকা। সময় লেগেছে মাত্র ১০ মিনিট। যদিও গাড়ির স্বাভাবিক গতির চাইতে কম গতিতে চালানো হয়।
আতিক বলেন, একই দূরত্বের নদী পার হতে যেখানে ২ ঘণ্টা ৫০ মিনিট। সেই নদী পার হতে মাত্র ১০ মিনিট এটা ছিল আমার কাছে অবিশ্বাস্য। সত্যি এই সেতু নৌপথ আর সড়ক পথের যে পার্থক্য সেটি বুঝিয়ে দিলো।
এসএম/