'ভারতের বিচার শেষে পিকে হালদারকে ফেরত পাওয়া যাবে'

ভারতে বিচার শেষ হলে পিকে হালদারকে ফেরত পাওয়া যাবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) ৭ম রাউন্ডের বৈঠক শেষে দেশে ফিরে সোমবার (২০ জুন) বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। ড. মোমেন বলেন, জেসিসি বৈঠকে অন্য অনেক আলোচনা মধ্যে পিকে হালদারকে ফেরানোর প্রসঙ্গে আলোচনা হয়েছে। তারা বলেছে, বিচার শেষে ফেরত পাওয়া যাবে।
পিকে হালদার ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়ার পরপরই গত ১৬ মে পররাষ্ট্রমন্ত্রী ভারতের উলফা নেতা অনুপ চেটিয়ার প্রসঙ্গ বলেছিলেন, অনুপ চেটিয়ার ব্যাপারে আমাদের দেশে প্রথম বিচার হয়েছে। তারপরে আমরা ফেরত দিয়েছি। পি কে হালদারের ক্ষেত্রেও একই প্রক্রিয়া হয়তো অনুসরণ করা হবে। আমি অবশ্য এখনো জানি না। আইন মন্ত্রণালয় ভাল বলতে পারবে। তখন তিনি এটাও বলেছিলেন যে, আমার ধারণা, আমাদের সঙ্গে ভারতের যে সোনালী অধ্যায়, তাতে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে যা করতে চাই, তারা আমাদের কথা শুনবেন। হয়ত তার কিছু বিচার হবে। তারপরে হয়ত আমাদের দেবে।
ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার বাংলাদেশর ওয়ান্টেড আসামী এবং ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হওয়া আসামী গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদার গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে ৩৫টি মামলা আছে বাংলাদেশের আদালতে। ভুয়া ৩০-৪০টি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতি করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে পি কে হালদার হাতিয়ে নিয়েছেন ১০ হাজার ২০০ কোটি টাকা। এছাড়া তার বিরুদ্ধে অর্থপাচারের মামলাও চলমান।
আরইউ/এএজেড
