প্রধানমন্ত্রীর ভারত সফরের আগেই জেআরসির বৈঠক চায় বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগেই যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক করতে চায় বাংলাদেশ। এছাড়া উচ্চ পর্যায়ে অনেকগুলো সিদ্ধান্ত হয়ে আছে সেগুলোও বাস্তবায়নের উপর জোর দেবো। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) ৭ম রাউন্ডের বৈঠক শেষে দেশে ফিরে সোমবার (২০ জুন) বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
জেআরসির বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জেআরসি মিটিং করার উদ্যোগ আমরা নিয়েছি। ভারত শুধু বলে যে হবে। কিন্তু আমরা এখনো তারিখ পাইনি। পানির হিস্যা নিয়ে ভারতের সঙ্গে কথা বলেছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নদীগুলোর ডিমার্কেশনের সমস্যা আছে। যৌথভাবে আমরা সেগুলো পর্যবেক্ষণ করব।
জেসিসি বেঠক খুব ভাল হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অঙ্গীকার করেছি যে সমস্ত বিষয়ে উচ্চ পর্যায় সিদ্ধান্ত হয়ে আছে সেগুলোর বিষয়ে বেশি জোর দেবো। প্রধানমন্ত্রীর ভারত সফর এবং এর আগেই অনেকগুলো সিদ্ধান্ত বাস্তবায়ন করব।
প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারিখ ঠিক করেছি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। প্রধানমন্ত্রীর দপ্তর রাজি হলে সেটা ফাইনাল হবে। ভারতও সেভাবেই ডেট দিয়েছে।
আরইউ/এএজেড
