মানবপাচার রোধকল্পে নতুন রূপে কাজ করবে সিআইডি
সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেছেন, মানবপাচার রোধকল্পে নতুন রুপে কাজ করবে সিআইডি। সোমবার (২০ জুন) সিআইডি সদর দপ্তরের নতুন ভবনে (১৩ তলা) কনফারেন্স রুমে কর্মশালা অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। এ কর্মশালার আয়োজন করে, কম্ব্যাটিং হিউম্যান ট্রাফিকিং, দি রোল অফ গো এবং এনজিও। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিআইডি প্রধান।
ব্যারিস্টার মাহবুবুর রহমান আজকের এই কর্মশালায় আগত এনজিও সংস্থার প্রতিনিধিদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং পারস্পরিক সেতু বন্ধনের মাধ্যমে মানবপাচার রোধকল্পে কাজ করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ পুলিশ সিআইডির সহকারি পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দের ১ কার্য দিবস মেয়াদী ইন-হাউজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় বাংলাদেশে মানবপাচার নিয়ে কর্মরত নিম্নোক্ত এনজিও সংস্থার (জাস্টিস এন্ড কেয়ার, ইউএনওডিসি, উইনর ইন্টারন্যাশনাল, রাইটস যশোর, সিডবিউসিএস, ব্লাস্ট, ওকাপ, ঢাকা আহসানিয়া মিশন, বিএনডবিউএলএ, ওয়ার্ল্ড ভিশন, এসডিসি) প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এছাড়া সিআইডির অন্যান্য জেলার সহকারি পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ জুম আইডির মাধ্যমে প্রশিক্ষনে সংযুক্ত হন। এই কর্মশালায় প্রশিক্ষনের শুরুতে সিআইডির সিরিয়াস ক্রাইম,(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মুহাম্মদ সাইদুর রহমান অনুষ্ঠানের সূচনা বক্তব্যে প্রাথমিকভাবে মানব পাচারের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
পরবর্তীতে এনজিও সংস্থার প্রতিনিধিরা স্ব স্ব বক্তব্য প্রদান করেন । বক্তব্যে সিআইডি বাংলাদেশ পুলিশের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন এনজিওর দ্বিপাক্ষিক সহযোগিতা, ভিকটিমদের সকল ধরনের আইনি সহায়তা , স্মাগলিং মাইগ্রেন্টস সংক্রান্ত আইন প্রনয়ন, মানব পাচারকারীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিতকরন, মিউচুয়াল লিগ্যাল এ্যাসিসট্যান্স চুক্তি , ভিকটিম ও আসামী সনাক্তকরণের বিষয়, ভিকটিম সহায়তাকরণে জরুরী হটলাইন ব্যবস্থা চালু করা ইত্যাদি বিষয় উঠে আসে। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমানের বক্তব্য শেষে কর্মশালাটির সমাপ্তি ঘোষণা করেন।
কেএম/এএজেড