পদ্মা সেতু
থাকছে কঠোর নিরাপত্তা, মঙ্গলবার উদ্বোধন হচ্ছে ২ থানা
পদ্মা সেতু উদ্বোধনের দিনে সেতুর দুই প্রান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২১ জুন) সেতুর দুই প্রান্তে অর্থাৎ মাওয়া প্রান্তে পদ্মা সেতু উত্তর থানা এবং জাজিরা প্রান্তে পদ্মা সেতু দক্ষিণ থানা স্থাপন করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুই থানার উদ্বোধন করবেন।
সোমবার (২০জুন) পদ্মা সেতুর উদ্বোধনের দিনে সার্বিক নিরাপত্তা বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে এ কথা জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পাঠানো তথ্য অনুযায়ী, পদ্মা সেতু উদ্বোধনের দিন সেতু এলাকায় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি, কুটনৈতিক অনুষ্ঠানে যাতায়াত ও অবস্থানকালে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে।
পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানস্থল এবং আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা নিশ্চিত করতে সকল আইনশৃঙ্খলা বাহিনী পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করবে।
পদ্মা সেতু সংলগ্ন পদ্মা নদী এবং সেতু এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পদ্মা সেতুর দুই প্রান্তে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হবে।
অনুষ্ঠানস্থলে জলযানে যেন অতিরিক্ত মানুষ না হয় সেজন্য দুর্ঘটনা প্রতিরোধে পদ্মা নদীতে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল থাকবে। মাওয়া ও জাজিরা প্রান্তে আসা যাওয়ার সময় মহাসড়ক ও সংলগ্ন রাস্তায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে এবং অতিথি ও জনগণের গাড়ি পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
অনুষ্ঠানস্থলে নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের দিন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক ভলান্টিয়ার থাকবে।
এ ছাড়া পদ্মা সেতু উদ্বোধনের দিন সেতু এলাকা ও আশপাশের এলাকায় জরুরি সেবার জন্য অ্যাম্বুলেন্স, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, পানি এবং টয়লেটের ব্যবস্থা রাখা হবে।
এনএইচবি/এমএমএ/