বুধবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
পদ্মা সেতুর উদ্বোধন, বন্যা পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আগামী বুধবার (২২ জুন) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
সোমবার (২০ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যা পরিস্থিতি, পদ্মা সেতু উদ্বোধন ও সীতাকুণ্ড বিস্ফোরণসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন শেখ হাসিনা।
স্বপ্নের পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিন সকাল ১০টায় মাওয়া প্রান্তে সুধী সমাবেশ করে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন তিনি। পরে নামফলক উন্মোচন করে নির্ধারিত টোল পরিশোধ করে পদ্মা সেতু পার হবেন তিনি।
এ সময় পদ্মা সেতু নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেবেন শেখ হাসিনা।
এরপর অন্য প্রান্তেও নামফলক উন্মোচন করবেন তিনি। ওইদিন বিকালে মাদারীপুর শিবচরে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
আরএ/