পদ্মা সেতু
উদ্বোধনের দিন যেকোনো নাশকতা মোকাবিলায় প্রস্তুত র্যাব
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে মাওয়া ও জাজিরা প্রান্তে বইছে উৎসবের আমেজ। ২৫ জুন সকালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বপ্নের পদ্মা সেতু।
মাওয়া প্রান্তে সেতুর উদ্বোধন করে জাজিরা প্রান্তে মাদারীপুরের শিবচরে স্মরণকালের সবচেয়ে বড় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
সেই উদ্বোধনী অনুষ্ঠান ও জনসভাকে ঘিরে চলছে প্রস্তুতি কার্যক্রম। ইতিমধ্যে পদ্মা সেতুর উদ্বোধন ও জনসভাকে নিয়ে সতর্ক আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। খোদ সরকারপ্রধানও সবাইকে সতর্ক ও সজাগ থাকতে বলেছেন।
খুশির এই উৎসবে যেন কোনো রকম হামলা কিংবা নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ইতিমধ্যে পদ্মা সেতুর দুই প্রান্ত নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে র্যাব।
র্যাব সূত্র বলছে, শুধু সেতু এলাকা নয় এ দিনে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত থাকবে তারা। পাশাপাশি নজরদারিতে থাকবে চৌকস গোয়েন্দা দল। সারাদেশে র্যাবের প্রতিটি ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে কেউ গুজব ছড়াতে না পারে সেজন্য সার্বক্ষণিক সাইবার মনিটরিং করা হচ্ছে।
এদিকে সেতু কর্তৃপক্ষ বলছে, ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন মাওয়া ঘাট দিয়ে চলাচলকারীদের বিকল্প রুট পাটুরিয়া ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন মাওয়া ঘাট দিয়ে কোনো গাড়ি চলাচল করবে না।
পদ্মা সেতু উদ্বোধনের দিনকে ঘিরে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করার বিষয়ে র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঢাকাপ্রকাশ-কে বলেন, পদ্মা সেতু উদ্বোধনের দিনে আমাদের কাছে নাশকতার কিছু তথ্য এসেছে। সে তথ্যগুলো নিয়ে আমরা কাজ করছি। আশা করি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা তৈরি রয়েছি।
কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেন, সেতু উদ্বোধনের দিনে আকাশ ও নৌপথ ছাড়াও বিভিন্ন স্থানে র্যাবকে সতর্ক রাখা হয়েছে।
তিনি বলেন, সেতু উদ্বোধনের দিন পদ্মা সেতুর আশেপাশের এলাকায় এবং ঢাকা শহরসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হবে।
তিনি বলেন, র্যাবের সংস্থার ডগ স্কোয়াড, বোম্ব স্কোয়াডও নিয়োজিত থাকবে।
র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকাপ্রকাশ-কে বলেন, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সব জায়গায় সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। যেকোনো পরিস্থিতিতে র্যাব প্রস্তুত আছে।
কেএম/এমএসপি