‘দ্রুত উন্নয়ন কাজ করতে না পারলে ভোট চাইতে কষ্ট হবে’
সরকারের উন্নয়ন কাজে ধীরগতি নিয়ে হতাশা প্রকাশ করেন সরকারদলীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (পটুয়াখালী-৩)।
তিনি বলেন, 'সরকারের আর দেড় বছর সময় আছে, দ্রুত উন্নয়ন কাজ করতে না পারলে মানুষের কাছে ভোট চাইতে সমস্যা হবে।'
রবিবার (১৯ জুন) সংসদে প্রস্তাবিত ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশগ্রহণ করেন তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর তামাকমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঘোষণাকে বাস্তবায়ন করার জন্য তামাক জাতীয় পণ্য তথা সিগারেট এরপর আরও অধিক হারে ভ্যাট আরোপ করার প্রস্তাব করেন তিনি।
এস এম শাহজাদা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এর সমীক্ষায় বলছে তামাকের কারণে প্রতিবছর প্রায় এক লাখ ৬০ হাজার মানুষ অকালে মৃত্যুবরণ করেন। প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে তামাক মুক্তির ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে তামাক জাতীয় পণ্য সিগারেটের উপর আরো অধিক হারে টেক্স বাস্তবায়ন প্রয়োজন।
মানসিক স্বাস্থ্যের জন্য মেডিটেশন গুরুত্বের কথা তুলে ধরে বলেন, মানসিক স্বাস্থ্যের জন্য মেডিটেশন গুরুত্বপূর্ণ, কিন্তু মেডিটেশনের উপর কর আরোপ করা হয়েছে দুইটা পরস্পর বিরোধী। সিগারেটের প্যাকেট কম হচ্ছে অন্যদিকে মেডিটেশনের উপর রেট বসানো হচ্ছে।
সরকারপ্রধান কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের জেলায় প্রচুর উন্নয়ন দিয়েছেন। তিনি নিজেই বলেছেন পটুয়াখালী আর খালি নেই, কথা সত্য। কিন্তু ভালো তো আসলে শেষ নেই। আমার নির্বাচনী এলাকার দুইটি উপজেলা এবং পার্শ্ববর্তী ও অন্যটি অন্নপ্রাশনের একটি উপজেলায় তিনটি উপজেলায় সকল জনগণকে জেলা শহরের সাথে যোগাযোগ স্থাপন করতে একটা নদী পার হতে হয়। নদীটার নাম গলাচিপা নদী। এই নদীতে প্রধানমন্ত্রী স্পিড বোর্ড এর ভ্রমণ করেছেন, তিনি জানেন নদীটির চওড়া মাত্র ৭০০ মিটার। অনেক দিন চেষ্টা করেছি অনেক দূর এগিয়েছে, দুইবার ডিপিপি সংশোধন হয়ে এখন এটা আবার একনেকে যাওয়ার অপেক্ষায় আছে।
এর আগে নিজ নির্বাচনী এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভঙ্গুর দশার কথা সংসদে স্বাস্থ্যমন্ত্রীকে করেছিলাম উনি অসুস্থ করেছিলেন সেখানে টিম গিয়ে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সেই টিম কবে যাবে এটা নিয়ে আতঙ্কে আছে এ নিয়ে গত দুই বছর বলতে বলতে এখন আদমকে থাকি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমার নির্বাচনী এলাকার চারপাশে প্রচুর চর অঞ্চল আছে। এখানকার মানুষগুলো মুজিব আদর্শের সৈনিক তারা স্বাধীনতার স্বপক্ষের সবসময় সমর্থন দিয়ে থাকে। তাই এলাকার মানুষের জন্য একটি মেরিন ইনস্টিটিউট করা প্রয়োজন।
তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ অত্যন্ত আনন্দভারে অপেক্ষা করছি আর মাত্র কয়েকটি দিন বাকি যদিও দেশের সিলেট অঞ্চলে বন্যা এসে তাদের জন্য আমাদের সহানুভূতি যথেষ্ট আছে, পদ্মা সেতু দ্রুত উদ্বোধন হলে সেখানে ত্রাণ কার্যক্রম সহ অন্যান্য সহযোগিতা দক্ষিণাঞ্চল থেকে আসার জন্য সুবিধা হবে। জাতীয় জীবনে ফিরে নিজের সকল দুর্ঘটনা ছিল সেগুলো লোপ পেতে যাচ্ছে। আমাদের জীবন থেকে ফেরির অভিশাপ দূর হতে যাচ্ছে।
এসএম/এমএসপি