মঙ্গলবার বন্যাকবলিত অঞ্চলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বন্যাকবলিত সিলেট এলাকা সরেজমিন দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েকদিন ধরে উজানের পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে সিলেট ও সুনামগঞ্জের প্রায় ৮০ ভাগ এলাকা তলিয়ে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সিলেটের ইতিহাসে নজিরবিহীন এই বন্যার চিত্র দেখতে সিলেট ও সুনামগঞ্জ যাচ্ছেন তিনি।
আগামী মঙ্গলবার (২১ জুন) তার সিলেট যাবার কথা রয়েছে বলে রবিবার (১৯ জুন) জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তবে প্রধানমন্ত্রী কখন সিলেট যাবেন সেই সময় এখনো চূড়ান্ত হয়নি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল রবিবার (১৯ জুন) সন্ধ্যায় ঢাকাপ্রকাশ-কে বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার সিলেট যাচ্ছেন। তিনি হেলিকপ্টারে করে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সরেজমিন দেখবেন। পরে তিনি স্থানীয় প্রশাসন ও জেলা আওয়ামী লীগ নেতাদের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন। তবে সময় সূচি এবং তিনি কোথায় প্রশাসন ও নেতাদের সঙ্গে বসবেন সেটি এখনো চূড়ান্ত হয়নি।
নজিরবিহীন এই বন্যায় ইতিমধ্যে সিলেট ও সুনামগঞ্জের সঙ্গে সারাদেশের সড়ক, রেল ও বিমান যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই দুই বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্থ হয়েছে। দুই জেলার বেশিরভাগ এলাকার রাস্তাঘাট ভেঙে পড়েছে। বানের পানিতে বেসে গেছে গবাদিপশু, বাড়িঘরসহ মানুষের সহায় সম্পদ।
পানিবন্দি মানুষকে উদ্ধার করতে স্থানীয় বেসামরিক প্রশাসনের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী, নৌ বাহিনী, কোস্ট গার্ড, ফায়ার সার্ভি, বিজিবিসহ সরকারের বিভিন্ন সংস্থা। সিলেট ও সুনামগঞ্জে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। পাঠানো হয়েছে ত্রাণ সামগ্রি।
এনএইচবি/এমএমএ/
