সিলেট জেলার ৮০ ভাগ বিদ্যুৎ লাইন সচল হয়েছে: প্রতিমন্ত্রী
সিলেট জেলার ৮০ ভাগ বিদ্যুৎ লাইন সচল করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রবিবার (১৯ জুন) প্রতিমন্ত্রী ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী লিখেছেন, ‘সিলেট ও সুনামগঞ্জের দুর্গত মানুষদের সমব্যথী পুরো বাংলাদেশ। সবাই যে যতটা পারি, আমরা যেন তাদের পাশে থাকি, সহায়তা করি।’
নসরুল হামিদ বলেন, সিলেট-সুনামগঞ্জে বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল করতে আমাদের কুইক রেসপন্স টিম দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। এরই মধ্যে সিলেট জেলার ৮০ ভাগ বিদ্যুৎ লাইন সচল করা সম্ভব হয়েছে। সুনামগঞ্জেও কম ঝুঁকিপূর্ণ লাইনগুলো সনাক্ত করে সংযোগ চালু করা হচ্ছে।
পরিস্থিতি অনেক কঠিন। তবুও ধৈর্য রেখে সবাই মিলে কাজ করে একসঙ্গে বিপদ কাটিয়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী।
আরইউ/এমএমএ/