বুধবারের আগে বৃষ্টি থামার সম্ভাবনা নেই

সারাদেশের আট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় গত ২৪ ঘণ্টায় দুই হাজার ২৮৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের এই ধারা আগামী মঙ্গলবার ও বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক কাউসার পারভীন।
শনিবার (১৮ জুন) ঢাকাপ্রকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন, হয়ত সারাদেশেই কয়েকদিন বৃষ্টি থাকবে।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বন্যার পানি বাড়তে পারে। সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় পরবর্তী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। দেশের ১০টি নদীর পানি ১৩টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টায় তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি বা উপরে থাকতে পারে।
তিনি বলেন, একই সঙ্গে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির বেশ অবনতি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ শনিবার থেকে মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ প্রবল বিজলি চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অধিদপ্তর বলছে, একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এ ছাড়া মঙ্গলবার ও বুধবার বিকাল পর্যন্ত বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিপাত কমতে পারে।
কেএম/আরএ/
