দুপুরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, কাল জেসিসি বৈঠক
বাংলাদেশ-ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (১৮ জুন) দুপুরে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
জেসিসি বৈঠক রবিবার (১৯ জুন) অনুষ্ঠিত হবে। বৈঠকটি গত ৩০ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ বৈঠক পিছিয়ে দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জেসিসি বৈঠকে দু’দেশের মধ্যে যোগাযোগ, পানি, কানেকটিভিটি, নিরাপত্তা, বিদ্যুৎ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্যসহ সব বিষয় আলোচনা হবে।
বৈঠক সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি নিরাপত্তা ইস্যুতে আমরা এবার জোর দিচ্ছি। জেসিসি বৈঠকের আগে যৌথ নদী কমিশনের বৈঠক না হলেও পানি বন্টন ইস্যুতে আলোচনা হবে।
এর আগে ২৮ এপ্রিল ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। জয়শঙ্কর সে সময় মোমেনকে ভারত সফরের আমন্ত্রণ জানান।
আরইউ/আরএ/