বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে প্রায় ৪ লাখ পদ শূন্য: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে প্রায় চার লাখ শূন্য পদ রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়-অধিদপ্তর ও সরকারি অফিসসমূহে খালি পদের সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ১১৭ টি।
বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে সংসদ অধিবেশনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বেনজীর আহমদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে এতথ্য জানান।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে সকল মন্ত্রণালয়-অধিদপ্তর ও সরকারি অফিসসমূহে চাকরির পদ খালি আছে। শূন্য পদ পূরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে বাংলাদেশ সিভিল সার্ভিস-এর ক্যাডার পদসমূহে নিয়োগ প্রদান করা হয়ে থাকে। গত ৮ ফেব্রুয়ারি ৪২তম (বিশেষ) বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারে ৩ হাজার ৯৫৭ জন নিয়োগ প্রদান করা হয়েছে। ৪০তম বিসিএস এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৯৬৩ জন নিয়োগের জন্য পিএসসি কর্তৃক সুপারিশ করা হয়েছে। এছাড়া ৪১তম বিসিএস এর মাধ্যমে ২ হাজার ১৬৬ জন নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। ৪৩ তম বিসিএস এর মাধ্যমে ৮১৪ জন এবং ৪৪ তম বিসিএস এর মাধ্যমে ১ হাজার ৭১০ জন বিভিন্ন ক্যাডারের শূন্য পদে নিয়োগের জন্য প্রিলিমিনারী পরীক্ষা হয়েছে। সরকারি অফিস সমূহে শূন্য পদে নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। ২০২২ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৯ম থেকে ২০ তম গ্রেডে মোট ৩৩৭টি পদে নিযোগের ছাড়পত্র প্রদান করা হয়েছে।
ভোলা-২ আসনের আলী আজমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০১০ সাল থেকে বর্তমান পর্যন্ত বিসিএস এর মাধ্যমে ৪১ হাজার ৫৬৬ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে। এসময়ে প্রথম শ্রেণির নন-ক্যডার পদে ৫ হাজার ১৪৩ জন, দ্বিতীয় শ্রেণির (১০-১২তম গ্রেড) সাত হাজার ১৬১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের চাহিদার প্রেক্ষিতে কর্ম কমিশন ৯ম ও তদূর্ধ্ব গ্রেড চার হাজার ৬৫৮ জন এবং দ্বিতীয় শ্রেণির নন-ক্যডার পদে ৪২ হাজার ৪০জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এসএম/এএস