'মাদক নয়' এর সভাপতি ড. আনিসুজ্জামান সাধারণ সম্পাদক শফিকুর রহমান

দেশে একটি কার্যকর জাতীয় মাদকবিরোধী সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে বুধবার (১৫ জুন) বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির শিক্ষক লাউঞ্জে দেশের জাতীয় ব্যক্তিত্বদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সমাজের নানা স্তরে সচেতনতা, রাষ্ট্রীয় নীতি নির্ধারণীতে অংশগ্রহণ ও মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে এর আগে এই সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়।
অধ্যাপক ড. আনিসুজ্জামানকে সভাপতি এবং উপস্থিত সবাইকে সদস্য করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে সংগঠনের নাম নির্ধারণ করা হয় 'মাদক নয়'।
সুস্থ সমাজ ও জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'মাদক নয়'।
পূর্ণাঙ্গ কমিটির সদস্য হলেন যারা
সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আনিসুজ্জামান।
সহসভাপতি হয়েছেন তিন জন; প্রফেসর ড. আহমদ আবুল কালাম, ঝুনা চৌধুরী ও সাজ্জাদ আলম খান (তপু)।
মুখপাত্র মোখলেছুর রহমান।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহম্মদ শফিকুর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. আফজাল হোসেন খান।
সাংগঠনিক সম্পাদক নজীর আহমদ।
সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন।
গবেষণা সম্পাদক ড. সারিয়া সুলতানা।
গণমাধ্যম সম্পাদক মাইনুল ইসলাম খান।
অর্থ সম্পাদক মো. সফিয়ার রহমান।
এ ছাড়াও নির্বাহী সদস্য হয়েছেন ৫ জন। জিমি আমীর, আতিকুর রহমান, শেহনাজ পূর্ণা, নিশাত বিনতে শহীদ এবং প্রফেসর ড. কামালউদ্দীন।
/এএস
