'খালেদাকে ক্রিটিক্যাল বলা যাচ্ছে না, আবার ভালোও বলা যাবে না'
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে মঙ্গলবার (১৪ জুন) থেকে ধীরে ধীরে হাঁটার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অন্যান্য জটিলতা ও সার্বিক পরিস্হিতি বিবেচনা করে আগামী ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে বাকী দুটি ব্লকের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হবে। বর্তমান শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়েছে। সোমবার (১৩ জুন) বোর্ড বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সেইসঙ্গে সপ্তাহ খানেক মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।
দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দেড় ঘণ্টাব্যাপী চলে বোর্ডের বৈঠক। লন্ডন ও আমেরিকা থেকে বিদেশি চিকিৎসকরা জুমে যোগ দেন। বোর্ড সম্বয়ক খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমানও ছিলেন বৈঠকে। সোমবার ১৩ জুন এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডাঃ শাহাবুদ্দিন তালুকদার, এভারকেয়ার হাসপাতালের ডাঃ জাফর ইকবাল, ডা: শামস মনোয়ার, ডা: সালেহ, ডা: শাহরিয়ার, ডা: আমিন, ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান ডাঃ এফ এম সিদ্দিকী, ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এবং ডাঃ আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
বৈঠকে থাকা একজন চিকিৎসক বলেন, মেডিকেল বোর্ড তো পরিবারকে কাছে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা অবহিত করেছেন। সুপারিশ করেছেন যতদ্রুত সম্ভব হাই কেয়ার সেন্টারে চিকিৎসার ব্যবস্থা করতে। সেখানে মাল্টিপল চিকিৎসা সম্ভব। কারণ এখন যে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তা দেশেই চিকিৎসা সম্ভব ছিল, কিন্তু এক চিকিৎসা করতে গিয়ে অন্যগুলো বেড়ে যায়। এতে ঝুঁকি থেকেই যায়। আবার বয়সেরও একটা ব্যাপার আছে। এ পর্যায়ে এসে উনাকে ক্রিটিক্যালও বলা যাচ্ছে না, আবার ভালোও বলা যাবে না।
এএজেড