আমলাদের বাদ দিয়ে দেশ চলবে না: তাজুল ইসলাম
আজকাল আমলাদের কথায় কথায় গালি দেওয়া হয় কিন্তু তাদের বাদ দিয়ে দেশ চলবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, ‘আজকাল আমলাদের কথায় কথায় গালি দেওয়া হয়। কিছু হলেই তাদের গালি দেওয়া হয়। ব্যুরোক্র্যাটরা তো এদেশের মানুষ। তাদের বাদ দিয়ে দেশ চলবে না।’
সোমবার (১৩ জুন) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে সম্পূরক বাজেটের আনিত ছাঁটাই প্রস্তাবের আলোচনাকালে সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘ব্যুরোক্র্যাটরাও ইউনির্ভাসিটিতে লেখাপড়া করেছে আমরাও লেখাপড়া করেছি। আমরা রাজনীতি করেছি তারা ব্রুক্রেট হয়েছে। ওকে বাদ দিয়ে তো দেশ চলবে না। ব্যুরোক্র্যাটরা সরকারের অধিনে কাজ করে সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে।’
তিনি বলেন, ‘বলা হচ্ছে পৌরসভায় সিইও দেওয়ায় আমলাদের আধিক্য বাড়ছে। আমি মনে করি এতে জনপ্রতিনিধিদের মর্যাদা ক্ষুন্ন হয়নি। সেখানে পৌরসভার মেয়ররাই সুপ্রিম। আমি যখন দায়িত্ব নিই তখন মাত্র ৩৮টি পৌরসভা বেতন ভাতা দিতে পারত। এখন প্রায় সবগুলো পৌরসভা নিজেদের অর্থায়ন থেকে বেতন ভাতা দিতে পারে। এমনকি কোনো কোনো পৌরসভা জায়গা কিনছে। অর্থাৎ পৌরসভায় পরিবর্তন আসছে। জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত হয়েছে বলেই উন্নত হচ্ছে।’
এসএম/এমএমএ/