মন্ত্রীর নামই ভুলে গেলেন এমপি!
সংসদে চলছিল সম্পূরক বাজেটের উপর আনিত ছাঁটাই প্রস্তাবের আলোচনা। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাড়তি বরাদ্দ নিয়ে আপত্তি তুলে ছাঁটাই প্রস্তাব দেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। কার্যপ্রাণালী বিধি অনুযায়ী স্পিকার ছাঁটাই প্রস্তাবগুলোর উপর আলোচনা করে নিষ্পত্তি করে থাকেন। সে অনুযায়ী সোমবার (১৩ জুন) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নেন বিরোধী দল জাতীয় পার্টির সংরক্ষিত সংসদ সদস্য রওশন আরা মান্নান।
এছাড়া আলোচনা করেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ, রুমিন ফারহানা, মোশাররফ হোসেন, গণফোরামের মোকাব্বির খান, জাতীয় পার্টির পীর ফজলুর রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আরও বেশি বরাদ্দের দাবি করেন এমপিরা। বিশেষ করে সংসদ সদস্যেদের জন্য নির্ধারিত ২০ কোটি টাকার জায়গা ৫০ কোটি করার প্রস্তাব করেন সংসদ সদস্যগণ।
তবে বিপত্তি বাধে রওশন আরা মান্নান যখন আলোচনা শুরু করেন তখন মন্ত্রী মো. তাজুল ইসলামকে সন্মোধন করেন, 'মাননীয় মন্ত্রী রিটায়ার্ড আর্মি অফিসার। তিনি বিজ্ঞ জন। এসময় পাশ থেকে বলতে শোনা যায় আর্মি অফিসার না। পরে নিজেই বক্তব্যে সংশোধণ করে বলেন সরি আমি ভেবেছিলাম ওই তাজুল ইসলাম।' যে মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে দাবিগুলো নিয়ে আলোচনা করবেন সেই মন্ত্রণালয়ের মন্ত্রীর কথাই ভুলে গেলেন এমপি!
এসএম/এএজেড