সর্বনিম্ন খরচে মালয়েশিয়ায় যেতে পারবেন কর্মীরা: ইমরান আহমদ
মালয়েশিয়ায় কর্মীরা সর্বনিম্ন খরচে যেতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ।
শনিবার (১১ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্যোগে ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহযোগিতায় নির্মিত বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, কর্মীরা বেশি টাকা দিয়ে বিদেশ গেলে সেই টাকা তুলতে পারেন না। তাই এই বেশি টাকা নেওয়া আমার কাছে গ্রহণযোগ্য না। মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা এমন ব্যবস্থা করেছি যাতে কর্মী সর্বনিম্ন খরচে যেতে পারেন।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানন বার বার শূন্য অভিবাসন ব্যয়ের কথা বলছেন। সমঝোতা স্মারক অনুযায়ী ওখানকার নিয়োগ কর্তারা অভিবাসন খরচ দেবেন। এই বিষয়টি আপনারা একটু গুরুত্ব দিয়ে প্রচার করবেন।
মালয়েশিয়ায় যাতে দ্রুত কর্মী পাঠানো যায় সেজন্য মন্ত্রণালয়ের পুরো টিম ছুটির দিনেও কাজ করছে উল্লেখ করে ইমরান আহমদ বলেন, কর্মীদের কতো খরচ নির্ধারণ করা হবে, সেটি কীভাবে বাস্তবায়ন হবে, বিএমইটির ডাটাব্যাংকে নিবন্ধন পদ্ধতি কী হবে, কর্মীদের অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পদ্ধতি কী হবে সেসব চূড়ান্ত করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আমাদের কমিটমেন্ট অনুযায়ী জুন মাসের মধ্যেই কর্মী যাওয়া শুরু হবে জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সেভাবেই আমরা কাজ করছি। কর্মী যাওয়া শুরু হলে আমাদের লক্ষ্যমাত্রা ১০ লাখের অনেক উপরে যাবে। বিভিন্ন হিসাবে লক্ষ্যমাত্রা আট লাখ ধরা আছে। সেটা কিন্তু এরই মধ্যে ছাড়িয়ে গেছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরইউ/এমএমএ/