সীতাকুণ্ড অগ্নিদুর্ঘটনা
ফায়ার সার্ভিসের ১২ কর্মী নিখোঁজ, ৯ মৃতদেহ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ড অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ১২ জন কর্মী নিখোঁজ রয়েছে এর মধ্যে মৃতদেহ পাওয়া গেছে ৯ জনের ফায়ার সার্ভিসের সদর দপ্তর এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের নিহত ও নিখোঁজ কর্মীরা হলেন- মোঃ রানা মিয়া, ফায়ারফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-মানিকগঞ্জ (নিহত)। মনিরুজ্জামান, নার্সিং অ্যাটেনডেন্ট, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-কুমিল্লা (নিহত)। আলাউদ্দিন, ফায়ারফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-নোয়াখালী (নিহত)। মোঃ শাকিল তরফদার, কুমিরা ফায়ার স্টেশন (নিহত)। মিঠু দেওয়ান, লিডার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-রাঙ্গামাটি (নিহত)। নিপন চাকমা, লিডার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-রাঙ্গামাটি (নিহত)। রমজানুল ইসলাম, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-শেরপুর (নিহত)। সালাউদ্দিন কাদের চৌধুরী, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-ফেনী (নিহত)।
এছাড়া নিখোঁজরা হলেন- মোঃ রবিউল ইসলাম, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-নওগাঁ (নিখোঁজ)। মোঃ ইমরান হোসেন মজুমদার, লিডার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-চাঁদপুর (নিখোঁজ)। শফিউল ইসলাম, ফায়ারফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-সিরাজগঞ্জ (নিখোঁজ)। ফরিদুজ্জামান, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-রংপুর (নিখোঁজ)।
এ বিষয়ে জানতে চাইলে সোমবার (৬ জুন) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাহজাহান শিকদার ঢাকা প্রকাশ-কে বলেন, আমাদের ফায়ার সার্ভিসের মোট ১২ জন নিখোঁজ ছিল। মৃতদেহ পাওয়া গেছে ৯ জনের। আজ এক জনের মৃতদেহ পাওয়া গেছে কিন্তু তার পরিচয় শণাক্ত করা যায়নি। তবে সে আমাদের লোক এটা প্রমানিত হয়েছে। আমরা ৮ জনের ছবি গণমাধ্যমে প্রচার করেছি। তিনি বলেন, নিখোঁজ ৪ জনের মধ্যে উদ্ধারকৃত মৃতদেহ কার তা শণাক্ত করার চেষ্টা চলছে।
কেএম/এএজেড