মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ | ১৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

সীতাকুণ্ড অগ্নিদুর্ঘটনা

ফায়ার সার্ভিসের ১২ কর্মী নিখোঁজ, ৯ মৃতদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ১২ জন কর্মী নিখোঁজ রয়েছে এর মধ্যে মৃতদেহ পাওয়া গেছে ৯ জনের ফায়ার সার্ভিসের সদর দপ্তর এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের নিহত ও নিখোঁজ কর্মীরা হলেন- মোঃ রানা মিয়া, ফায়ারফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-মানিকগঞ্জ (নিহত)। মনিরুজ্জামান, নার্সিং অ্যাটেনডেন্ট, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-কুমিল্লা (নিহত)। আলাউদ্দিন, ফায়ারফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-নোয়াখালী (নিহত)। মোঃ শাকিল তরফদার, কুমিরা ফায়ার স্টেশন (নিহত)। মিঠু দেওয়ান, লিডার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-রাঙ্গামাটি (নিহত)। নিপন চাকমা, লিডার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-রাঙ্গামাটি (নিহত)। রমজানুল ইসলাম, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-শেরপুর (নিহত)। সালাউদ্দিন কাদের চৌধুরী, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-ফেনী (নিহত)।

এছাড়া নিখোঁজরা হলেন- মোঃ রবিউল ইসলাম, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-নওগাঁ (নিখোঁজ)। মোঃ ইমরান হোসেন মজুমদার, লিডার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-চাঁদপুর (নিখোঁজ)। শফিউল ইসলাম, ফায়ারফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-সিরাজগঞ্জ (নিখোঁজ)। ফরিদুজ্জামান, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-রংপুর (নিখোঁজ)।

এ বিষয়ে জানতে চাইলে সোমবার (৬ জুন) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাহজাহান শিকদার ঢাকা প্রকাশ-কে বলেন, আমাদের ফায়ার সার্ভিসের মোট ১২ জন নিখোঁজ ছিল। মৃতদেহ পাওয়া গেছে ৯ জনের। আজ এক জনের মৃতদেহ পাওয়া গেছে কিন্তু তার পরিচয় শণাক্ত করা যায়নি। তবে সে আমাদের লোক এটা প্রমানিত হয়েছে। আমরা ৮ জনের ছবি গণমাধ্যমে প্রচার করেছি। তিনি বলেন, নিখোঁজ ৪ জনের মধ্যে উদ্ধারকৃত মৃতদেহ কার তা শণাক্ত করার চেষ্টা চলছে।
কেএম/এএজেড

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনের বাসে তল্লাশি, ৩ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

ছবি : ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি টাকার স্বর্ণসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবি কার্যালয়ের সামনে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে এ অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিকেল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) দিয়ে স্বর্ণ চোরাচালান করা হবে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সরোজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয় এবং বাসটি চিহ্নিত করে।

দুপুর ১টা ১০ মিনিটের দিকে বাসটি বিজিবি ব্যাটালিয়ন সদর কার্যালয়ের সামনে পৌঁছালে সেটির গতিরোধ করা হয়। পরে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লাহ গ্রামের রফিকুল ইসলাম (৪২) এবং কুমিল্লার দেবিদ্বার থানার হোসেনপুর গ্রামের লিটন খান (২৬)।

তল্লাশির সময় আটককৃতদের দেহ ও জুতার ভেতরে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার, দুটি মোবাইল ফোন ও নগদ ১০,১৯০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৪১১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১৩ টাকা।

 

ছবি : ঢাকাপ্রকাশ

এ ঘটনায় বিজিবির নায়েক সাইদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Header Ad
Header Ad

যুবলীগ নেতা সাদ্দাম অস্ত্রসহ গ্রেপ্তার

নাহিদ হোসেন সাদ্দাম। ছবি: সংগৃহীত

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রংপুর মহানগরীর স্টেশান এলাকায় থেকে নাহিদ হাসান সাদ্দামকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মুজিদ আলী জানান, তথ্য প্রযুক্তির সহযোগিতায় নগরীর স্টেশন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নিষিদ্ধ সংগঠন রংপুর ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তার কাছে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সাদ্দাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছর ৪ আগস্ট রাজা রামমোহন ক্লাবের সামনে পুলিশ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের গুলিতে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি।

অস্ত্র হাতে ওই হামলায় প্রকাশ্যে অংশ নিয়েছিলেন সাদ্দাম। ওই সময় অস্ত্র হাতে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ৫ আগস্টের পর আত্মগোপনে চলে গিয়েছিলেন তিনি।

মহানগর পুলিশ কমিশনার আরও জানান, নাহিদ হাসান সাদ্দাম নগরীর স্টেশন এলাকার আলম নগর বাবু পাড়ার মৃত ধলু মিয়ার পুত্র। বৈষমবিরোধী আন্দোলন দমাতে রংপুরে সংঘটিত হামলাগুলোর অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন সাদ্দাম।

পুলিশ কমিশনার জানান, মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার পুত্রসহ ১২৮ জনকে আসামি করে গত বছরের ২৯ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলা দায়ের করেন মুন্নার বাবা।

Header Ad
Header Ad

গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত ইসরায়েল, শর্ত জিম্মি মুক্তি ও নিরস্ত্রীকরণ

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে রাজি আছে ইসরায়েল। তবে এর জন্য শর্ত হিসেবে তারা হামাসকে ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দেওয়া এবং গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) জেরুজালেমে আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র।

গত রোববার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়। এরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় সব ধরনের মানবিক সহায়তা ও পণ্য প্রবেশ বন্ধের নির্দেশ দেন, যা নতুন করে মানবিক সংকটের আশঙ্কা সৃষ্টি করেছে।

তবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, গাজায় প্রবেশ করা মানবিক সহায়তা ও পণ্যগুলোর মাধ্যমে হামাস অর্থ উপার্জন করছে এবং এটি তাদের আয়ের সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে। তার ভাষায়, হামাস এই অর্থ দিয়ে নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের পাশাপাশি তরুণদের দলে ভেড়াচ্ছে। তাই গাজায় পণ্য সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও যুদ্ধবিধ্বস্ত কোনো অঞ্চলে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর প্রবেশে বাধা দেওয়া আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের শামিল বলে মনে করেন বিশ্লেষকরা।

অন্যদিকে, যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পরই গাজায় মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ায় সেখানে উদ্বেগ ও অনিশ্চয়তা বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, ইসরায়েলি বাহিনী নতুন করে বর্বর হামলা চালাতে পারে, যা আরও ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনের বাসে তল্লাশি, ৩ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক
যুবলীগ নেতা সাদ্দাম অস্ত্রসহ গ্রেপ্তার
গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত ইসরায়েল, শর্ত জিম্মি মুক্তি ও নিরস্ত্রীকরণ
'গে অ্যাক্টিভিস্ট' অভিযোগের বিষয়ে যা বললেন তাসনিম জারা  
বিএনপি ক্ষমতায় গেলে সবাই মিলে দেশ পরিচালনা করা হবে: এ্যানী
টাঙ্গাইলে বাসের ধাক্কায় প্রাণ হারালেন সিএনজি চালক
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিল করলো শিক্ষা মন্ত্রণালয়
সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে স্থানীয় নির্বাচন!
৬৭ কোটি টাকার লটারি জিতলেন দুবাই প্রবাসী বাংলাদেশী
মব নিয়ে কড়া বার্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
নিজের তৈরি হেলিকপ্টারে আকাশে উড়লেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা
শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন ঢাবি অধ্যাপক সি আর আবরার
যাত্রীদের নিরাপত্তায় মেট্রোরেলের ভেতরে পুলিশ মোতায়েন
ভারতের কারাগারে বন্দি ১০৬৭ বাংলাদেশি এবং পুলিশ লাইনে বন্দিশালার খোঁজ পেয়েছে গুম কমিশন
জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য: আমিনুল হক
মার্কিন গোয়েন্দা প্রধান ও শেখ হাসিনার বৈঠক, যা জানা গেল
৯১ দিনে কোরআনের হাফেজ ৬ বছরের আব্দুর রহমান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বাধ্যতামূলক ডোপ টেস্ট
উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম
নতুন দলের বেশিরভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে: এম এ আজিজ