সীতাকুণ্ডের বিস্ফোরণ: জীবন দিলেন ৯ ফায়ার ফাইটার
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৪১ জনের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তর।
সোমবার (৬ জুন) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাহজাহান শিকদার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
পরিচয় পাওয়া নিহত ৮ জন হলেন—কুমিরা ফায়ার স্টেশনের লিডার মিঠু দেওয়ান (রাঙ্গামাটি), ফায়ারফাইটার মো. রানা মিয়া (মানিকগঞ্জ), আলাউদ্দিন (নোয়াখালী), শাকিল তরফদার ও নার্সিং অ্যাটেনডেন্ট মনিরুজ্জামান (কুমিল্লা), সীতাকুণ্ড ফায়ার স্টেশনের লিডার নিপন চাকমা (রাঙ্গামাটি), ফায়ারফাইটার রমজানুল ইসলাম (শেরপুর) ও সালাউদ্দিন কাদের চৌধুরী (ফেনী)।
আজ একজনের মরদেহ পাওয়া গেছে সেটি এই ফায়ার ফাইটারের ৪ জনের কি না এখনো নিশ্চিত করে আমরা বলতে পারছি না।
ফায়ার সার্ভিস জানায়, এ ঘটনায় ফায়ার সার্ভিসের আরও ৪ কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ফায়ার ফাইটাররা হলেন মো. রবিউল ইসলাম (ফায়ার ফাইটার), ফরিদুরজ্জামান (ফায়ার ফাইটার), শফিউল ইসলাম (ফায়ার ফাইটার), মো. ইমরান হোসেন মজুমদার (লিডার)।
শাহজাহান শিকদার বলেন, ফায়ার সার্ভিসের যে ৪ জন কর্মী নিখোঁজ রয়েছেন। তাদের পরিবারের কাছ থেকে ডিএনএ নেওয়া হয়েছে। তবে আজ একজনের মরদেহ পাওয়া গেছে সেটি এই ফায়ার ফাইটারের ৪ জনের কি না এখনো নিশ্চিত করে আমরা বলতে পারছি না।
এর আগে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে সীতাকুণ্ডের চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কন্টেইনারে একের পর এক বিকট বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে। অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জন হয়েছে। তবে জেলা প্রশাসনের তথ্য মতে মৃতের সংখ্যা ৪৬ জন। দগ্ধ ও আহত ১৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই শনাক্ত হওয়া নিহতদের পরিবারে জেলা প্রশাসনের সহায়তার টাকা হস্তান্তর হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস হোসেন চৌধুরী বলেছেন, নিহতদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ৯ সদস্যও রয়েছেন। হাসপাতালে ভর্তি অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার প্রায় ৪০ ঘণ্টা পার হলেও তা নিয়ন্ত্রণে আসেনি। এখনো বেশ কয়েকটি কনটেইনার দাউ দাউ করে জ্বলছে। ধোঁয়া বোরোচ্ছে বেশ কয়েকটি কনটেইনার থেকে।