সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় মেডিকেল বোর্ড গঠন
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
সোমবার (৬ জুন) সকালে বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালামকে প্রধান করে এই মেডিকেল বোর্ড গঠন করা হয়।
বোর্ডের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম সাংবাদিকদের বলেন, ‘সীতাকুণ্ডের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ১৫ জন রোগী আসে। এদের মধ্যে একজনের বুকে আঘাত পাওয়া ঢাকা মেডিকেলে স্থানান্তরিত করা হয়। বাকি ১৪ জন হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে, দুই ফায়ার সদস্য রবিন, গাউছুল আজম ও ফারমানুল এবং মাকফারুল আইসিইউতে আছে। রবিন বর্তমানে লাইফসাপোর্টে রয়েছে।
ডা. আবুল কালাম বলেন, দগ্ধদের চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী তাদের চিকিৎসা চলছে। ছয় জন রোগী পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রয়েছে। বাকি চার জন সাধারণ ওয়ার্ডে আছে। তাদের অবস্থা ভালো। যে কোনো সময় তাদের ছেড়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, দগ্ধ হয়ে চিকিৎসাধীন অনেকেরই চোখের সমস্যা রয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে পাঠানো হচ্ছে।
এএইচ/এমএমএ/