খুঁজে পাওয়া যাচ্ছে না ফায়ার ফাইটার রবিউলকে
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিভাতে যাওয়ার পর খুঁজে পাওয়া যাচ্ছে না ফায়ার সার্ভিসের কর্মী রবিউল ইসলাম রবিনকে (২৭)।
পরিবার সূত্রে জানা যায়, তিন ভাই-বোনের মধ্যে রবিন সবার বড়। পরিবারের আর্থিক দুরবস্থার কারণে এসএসসি পাশ করেই ফায়ার সার্ভিসে যোগ দেয় সে। গত ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে গিয়ে নতুন বাড়ি তৈরি করার কথা বলেছে সে। সম্প্রতি তার বিয়ের জন্য পাত্রীও দেখা হয়। কিন্তু শনিবার সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডে কনটেইনার বিস্ফোরণের পর আগুন নেভানোর কাজ করছিলেন রবিন। এসময় রবিনের মোবাইলে ফোন করলে তার সহকর্মী ফোন রিসিভ করে রবিনের মাকে বলেন, আপনার ছেলে আগুন নেভাতে গেছে, দোয়া করবেন মা।
রবিনের মা ফাইমা বেগম সোমবার কান্না জড়িত কন্ঠে এ কথা বলেন।
রবিন নওগাঁ শহরের চকপাথুরিয়া মহল্লার পূর্বপাড়ার খাদেমুল ইসলামের ছেলে। তিনি সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনেই কর্মরত ছিলেন।
রবিনের মা ফাইমা বেগম জানান, শনিবার এশার নামাজের পরে ছেলে রবিনের কাছে ফোন করলে ব্যস্ত থাকায় তার সঙ্গে অল্প কথা হয়। আমার মনে সেখান থেকেই অস্থিরতা শুরু হয়।
রবিবার (৫ জুন) ভোর ৫টার দিকে মা আবারও রবিনের ফোনে কল করেন। এ সময় তার অফিসের এক ব্যক্তি ফোন কলটি রিসিভ করে বলেন, ‘আপনার ছেলে আগুন নেভাতে গেছে মা। তার জন্য দোয়া করবেন।’ এরপর সকাল ৮টার দিকে টেলিভিশন চালু করলে চট্টগ্রামে আগুনের খবর দেখতে পান ফাইমা বেগম। এরপর থেকে তিনি তার ছেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার ঢাকাপ্রকাশকে বলেন, আমাদের সকল ফায়ার সার্ভিসের কর্মীদের খোঁজা হচ্ছে। যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের ডিএনএ টেস্ট এর ব্যবস্থা করা হচ্ছে।
কেএম