সীতাকুণ্ডে বিস্ফোরণ: আহতদের হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর বিস্ফোরণে গুরুতর আহতদের বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকায় আনার কাজ শুরু হয়েছে। এ উদ্দেশ্যে বাংলাদেশ বিমান বাহিনীর তেজগাঁওয়ের ঘাঁটি থেকে দুপুর আড়াইটার দিকে রওনা দেয়।
রবিবার (৫ জুন) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার মো. মাইন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মো. মাইন উদ্দিন বলেন, এ ঘটনার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এতে ফায়ার সার্ভিসের কর্মীরাও হতাহত হয়েছেন। এরমধ্যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২১ জনের ও বেশি।
এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার ঢাকা প্রকাশকে বলেন, কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় আমাদের ফায়ার সার্ভিসের ৮ জন সদস্য নিহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো যাবে।
শনিবার (৪ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে বিকাল ৪টা পর্যন্ত ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম ও আশপাশের সব ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে আনতে অংশ নেয়। এতে উদ্ধারকর্মীরাও গুরুতর আহত হন।
কেএম/এসএন