আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৮ কর্মী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন ফায়ার ফাইটার।
নিহত ফায়ার সার্ভিস কর্মী মনিরুজ্জামান
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার মো. মাইন উদ্দিন ঢাকাপ্রকাশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এসময়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার ফাইটাররাও হতাহত হয়েছেন। এরমধ্যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২১ জনের ও বেশি।
এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার ঢাকাপ্রকাশকে বলেন, কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় আমাদের ফায়ার সার্ভিসের ৮ জন সদস্য নিহত হয়েছে।
উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ আগুনের ঘটনায় মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
কেএম