মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ | ১৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

বাজেট অধিবেশন বসছে রবিবার

বর্তমান সরকারের চতুর্থ বাজেট অধিবেশন শুরু হচ্ছে রবিবার (৫ জুন)। টানা তৃতীয় মেয়াদের ১৪তম বাজেট দিতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নির্বাচনের আগের বছরের এই বাজেটে সাধারণ ভোটারদের কল্যাণের কথা বিবেচনা করে বেশ কিছু চমক থাকতে পারে বাজেটে। এদিন বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হবে।

বাংলাদেশের আর্থিক বছরের হিসাব অনুযায়ী জুলাই-জুনকে অর্থবছর ধরা হয়। তাই ২০২২-২০২৩ অর্থবছরের জন্য বাজেট দিতে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার ৯ জুন নতুন অর্থবছরের জন্য বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ওইদিন বিকাল ৩টায় ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। ইতোমধ্যে বাজেটের আকার কত হতে পারে তার একটি ধারণা বিভিন্ন সময় দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২২-২০২৩ অর্থবছরে বাজেটের আকার হতে পারে ৬ লাখ ৭৭ হাজার কোটি টাকা।

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে সংসদ অধিবেশনে কিছু বাধ্যবাধকতা মেনে চলা হয়। তারই ধারাবাহিকতায় এবারও অধিবেশন চলাকালীন বিভিন্ন বিধিনিষেধ মেনে চলতে হবে সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের। গত দুই বছরের মতো এবারও প্রতি কর্ম দিবসে অর্ধেক সংখ্যক সংসদ সদস্যদের উপস্থিতির জন্য আমন্ত্রণ করা হবে। ভাগ ভাগ করে সকলকে সুযোগ দেবে সংসদ।

ইতোমধ্যে সংসদ সচিবালয় থেকে একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী কে কবে উপস্থিত থাকবেন, কে কবে বাজেটের উপর আলোচনা করবেন তার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী সংসদ সদস্যদের আমন্ত্রণ জানাবেন।

সংসদ অধিবেশনে যোগদানের জন্য অবশ্যই করোনা নেগেটিভ সনদ লাগবে। সেজন্য সংসদ সচিবালয়ের ক্লিনিকে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া প্রতিদিন ১৭৫ থেকে ১৮০ জন সংসদ সদস্যকে উপস্থিত থাকতে বলা হবে।

বাজেট অধিবেশনে কবে কী?

৯ জুন বাজেট দেবেন অর্থমন্ত্রী। একই দিন ২০২২ সালের অর্থবিল পেশ করবেন তিনি।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বাজেটের পরদিন অর্থাৎ শুক্রবার বিকাল ৩টায় বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী। এরপর ১২ জুন ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটে অন্তর্ভুক্ত দায়যুক্ত ব্যয়ের উপর আলোচনা হবে।

২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটের অন্তর্ভুক্ত অন্যান্য ব্যয় মঞ্জুরি দাবির উপর ভোটগ্রহণ। একইদিন নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল ২০২২ উপস্থাপন বিবেচনা ও পাস। বাজেট অধিবেশনের ক্যালেন্ডার অনুযায়ী ১৪ জুন থেকে ২৮ জুন ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন ২০২২-২৩ অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

২৯ জুন বুধবার ২০২২-২৩ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তি দায়যুক্ত ব্যয়ের উপর আলোচনা এবং বাজেট আলোচনার পর প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্য ২০২২ সালের অর্থবিল বিবেচনা ও পাস হবে। ৩০ জুন বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

এসএম/এমএমএ/

 

Header Ad
Header Ad

নিজের তৈরি হেলিকপ্টারে আকাশে উড়লেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা

নিজের তৈরি হেলিকপ্টারে আকাশে উড়লেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ষাইটঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা তার নিজস্ব ডিজাইনে তৈরি একটি আরসি বিমানে আকাশে উড্ডয়ন করে সকলকে অবাক করেছেন। তার এই অর্জন এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, এবং স্থানীয় বাসিন্দারা তাকে এবং তার বিমানটিকে দেখতে ভিড় করছেন।

জুলহাস মোল্লার বাড়ি মূলত দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় হলেও নদী ভাঙনের কারণে তার পরিবার বর্তমানে শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকায় বসবাস করছে। তিনি ছয় ভাই ও দুই বোনের মধ্যে পঞ্চম। ২০১৪ সালে তিনি জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন, তবে আর্থিক সংকটের কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করছেন ২৮ বছর বয়সী এই তরুণ।

জুলহাসের বাবা জলিল মোল্লা জানিয়েছেন, "ছোটবেলা থেকেই জুলহাস বিভিন্ন প্লাস্টিকের জিনিস কেটে কিছু একটা তৈরি করতে চাইতো। যখন তাকে জিজ্ঞেস করা হত, সে বলতো, একদিন তুমি দেখবে কী বানিয়েছি।" তিনি আরও বলেন, "গত চার বছর ধরে সে বিমান তৈরি করে উড্ডয়নের চেষ্টা করছিল, তবে সফল হতে পারছিল না। কিন্তু এবার তার বিমানটি সফলভাবে উড্ডয়ন করতে সক্ষম হয়েছে। গতকাল যমুনার চরে তার বিমানটি প্রায় ৫০ ফুট উচ্চতায় উঠেছিল এবং আজ সকালে আনুষ্ঠানিকভাবে বিমানটি উড়ানো হয়।"

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. মানেয়ার হোসেন মোল্লা, যিনি জুলহাসের উদ্ভাবনী কাজের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, "জুলহাসের গবেষণা কাজে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, যাতে তাকে উৎসাহিত করা যায়।"

এই তরুণ উদ্ভাবকের সাফল্য তার দক্ষতা এবং অনুপ্রেরণার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রমাণিত হয়েছে, যা ভবিষ্যতে প্রযুক্তি ও উদ্ভাবনে বাংলাদেশের প্রতিভাবান তরুণদের জন্য একটি নতুন দিকের দ্বার উন্মোচন করবে।

Header Ad
Header Ad

শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন ঢাবি অধ্যাপক সি আর আবরার

অধ্যাপক ড. সি আর আবরার। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. সি আর আবরার।

আগামীকাল বুধবার তাঁর শপথ হতে পারে। আজ (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

সরকারি পরিবহন সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল একটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে ।

বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

গত ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম। এবার আরেকজন নতুন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়ার কথা জানানো হলো।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কয়েক দফায় নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এখন ২১।

Header Ad
Header Ad

যাত্রীদের নিরাপত্তায় মেট্রোরেলের ভেতরে পুলিশ মোতায়েন

যাত্রীদের নিরাপত্তায় মেট্রোরেলের ভেতরে পুলিশ মোতায়েন। ছবি: সংগৃহীত

মেট্রোরেলের ভেতরে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকে এমআরটি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছে। মেট্রোরেলের প্রতিটি ট্রেনে দুইজন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যারা যাত্রীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা নিয়ন্ত্রণ, অতিরিক্ত নিরাপত্তা প্রদান ও বিভিন্ন ধরনের সহায়তা করবেন।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

দপ্তর সূত্রে জানা গেছে, এমআরটি পুলিশ সদস্যরা মেট্রোরেলের কোচগুলোতে টহলে থাকবেন এবং যাত্রীদের নিরাপত্তা ও অন্যান্য সমস্যা সমাধানে কাজ করবেন।

প্রতিটি ৬ কোচ বিশিষ্ট ট্রেনে দুইজন পুলিশ সদস্য মোতায়েন করা হবে। তাই বর্তমানে চলমান ১০টি ট্রেনে মোট ২০জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তারা সকাল থেকে দুপুর এবং দুপুর থেকে রাত—এই দুটি শিফটে কাজ করবেন। পাশাপাশি স্টেশনগুলোতে যারা দায়িত্ব পালন করছেন, তারা তাদের নির্ধারিত দায়িত্বে থাকবেন।

এমআরটি পুলিশ সদস্যরা যাত্রীদের বাচ্চা, বৃদ্ধ অথবা হারানো মালামাল খুঁজে বের করা, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং যাত্রীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শান্ত করার মতো নানা সমস্যা সমাধান করবে।

মেট্রোরেল ও স্টেশনের নিরাপত্তার জন্য ২০২৩ সালের নভেম্বরে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ কার্যক্রম শুরু করে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নিজের তৈরি হেলিকপ্টারে আকাশে উড়লেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা
শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন ঢাবি অধ্যাপক সি আর আবরার
যাত্রীদের নিরাপত্তায় মেট্রোরেলের ভেতরে পুলিশ মোতায়েন
ভারতের কারাগারে বন্দি ১০৬৭ বাংলাদেশি এবং পুলিশ লাইনে বন্দিশালার খোঁজ পেয়েছে গুম কমিশন
জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য: আমিনুল হক
মার্কিন গোয়েন্দা প্রধান ও শেখ হাসিনার বৈঠক, যা জানা গেল
৯১ দিনে কোরআনের হাফেজ ৬ বছরের আব্দুর রহমান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বাধ্যতামূলক ডোপ টেস্ট
উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম
নতুন দলের বেশিরভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে: এম এ আজিজ
রোজাদারকে ইফতার করানোর বিশেষ পুরস্কার
প্রধান উপদেষ্টার আপত্তিতেই ‘ডেভিল হান্ট’ নাম বদলের সিদ্ধান্ত
ভারতের প্রতিশোধ নাকি আবার অস্ট্রেলিয়া?
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই চা শ্রমিক নিহত, আহত ১৮
নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে: হাসনাত আব্দুল্লাহ
মার্কিন অনুদান বন্ধে ভারতে ট্রান্সজেন্ডার হাসপাতালগুলোর কার্যক্রম স্থগিত
পদত্যাগ করেছেন ইরানের ভাইস-প্রেসিডেন্ট জাভেদ জারিফ
পুরোনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় : নাহিদ ইসলাম
খালেদা জিয়ার শারী‌রিক অবস্থা স্থি‌তিশীল: ডা. জা‌হিদ  
রাবির তথ্য অফিসার পদে নিয়োগ পেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা