পদ্মা সেতুতে সর্বনিম্ন টোল ১০০ টাকা
সরকার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতুর টোল চূড়ান্ত করেছে। মঙ্গলবার (১৭ মে) পদ্মা সেতুর উপর দিয়ে চলাচলচলের জন্য টোলের হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ। সেতু চালু হওয়ার প্রথমদিন থেকেই এই টোল কার্যকর হবে।
নির্ধারিত টোল হার অনুযায়ী সর্বনিম্ন টোল হচ্ছে ১০০ টাকা। আর সর্বোচ্চ হচ্ছে ছয় হাজার টাকার অধিক।
বিজি প্রেস থেকে প্রকাশিত টোলের প্রজ্ঞাপন অনুযায়ী পদ্মা সেতু পার হতে মোটর সাইকেলকে গুণতে হবে ১০০ টাকা।
প্রাইভেট কার/জীপ ৭৫০ টাকা, পিক আপ ১২০০ টাকা, মাইক্রোবার ১৩০০ টাকা; ছোট বাস (৩১ আসনের কম) ১৪০০ টাকা। মাঝারি বাস (৩২ আসন বা তার চেয়ে বেশি) ২০০০ টাকা।
তিন এক্সেলের বড় বাস ২৪০০ টাকা। পাঁচ টন পর্যন্ত ছোট ট্রাক ১৬০০ টাকা। মাঝারি ট্রাক (৫ টনের অধিক থেকে ৮ টন পর্যন্ত) ২১০০ টাকা। মাঝারি ট্রাক (৮ টনের অধিক থেকে ১১ টন পর্যন্ত) ২৮০০ টাকা। ট্রাক(৩ এক্সেল পর্যন্ত) ৫৫০০ টাকা। ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬০০০ টাকা।
চার এক্সেলের অধিক ট্রেইলার হলে ৬০০০ টাকার সঙ্গে প্রতি এক্সেল অনুযায়ী গুণতে হবে ১৫০০ টাকা।
প্রসঙ্গত, পদ্মা সেতুর টোল চূড়ান্ত করার জন্য গত ২৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠায় সেতু মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদনের পর আজ মঙ্গলবার বিজি প্রেস থেকে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হলো টোলের হার।
সেতু বিভাগ থেকে টোলের হার নির্ধারণ করে যে প্রস্তাব করা হয়েছিল, প্রধানমন্ত্রীর দপ্তর সেটিই অনুমোদন দিয়েছে।
এনএইচবি/এমএমএ/