আফগানদের খাদ্য ও ওষুধ সহায়তা দেবে বাংলাদেশ
বাংলাদেশ আফগান জনগণকে খাদ্য ও ওষুধ সহায়তার মাধ্যমে মানবিক সহায়তা দেবে। পাকিস্তানের ইসলামাবাদে রোববার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত আফগানিস্তান সংক্রান্ত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ১৭তম বিশেষ অধিবেশনে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এই কথা জানিয়েছেন।
সোমবার (২০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রসচিব একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ওই প্রতিনিধি দলে রয়েছেন–সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা উইংয়ের মহাপরিচালক।
অধিবেশন চলাকালে পররাষ্ট্রসচিব খাদ্য, আশ্রয় এবং সামাজিক পরিষেবার তীব্র ঘাটতির কারণে আফগান জনগণের বৃহত্তর অংশের উপর অর্থনৈতিক ও মানবিক সংকটের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন, যা শীতকাল আসার সঙ্গে সঙ্গে আরও খারাপ হতে পারে। তিনি আশা প্রকাশ করেন যে, আফগানিস্তানের অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক উন্নয়ন নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে, যাতে সমাজের সব অংশ কার্যকরভাবে তাদের দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে পারে এবং আঞ্চলিক সম্প্রীতি বজায় রাখতে পারে।
এই বিশেষ অধিবেশন আহ্বান জানানোর জন্য ওআইসির প্রশংসা করেন পররাষ্ট্রসচিব। তিনি আফগান জনগণের সমর্থনে ওআইসির অভ্যন্তরে এবং এর বাইরে সহযোগিতা জোরদার করার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অধিবেশনে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ফিলিস্তিনিদের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
আরইউ/এসএ/