দুদেশের সম্পর্ক গতি পেয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
কোভিড-১৯ এর চ্যালেঞ্জ সত্ত্বেও দুটি দেশের সম্পর্ক গতি পেয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জয়শঙ্কর।
এখন দুদেশের সম্পর্ক কোভিড পূর্ববর্তী অবস্থায় ফিরে এসেছে মন্তব্য করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারেতর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সুবিধাজনক সময়ে ভারত সফর করবেন।
এস জয়শঙ্কর বলেন৷ গত বছরও আমি ঢাকা সফর করেছি। এবারও ঢাকা সফর আমার জন্য খুবই আনন্দের। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছি। এসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র শেখ হাসিনাকে হস্তান্তর করেছি।
ঈদের পরে দুদেশের মধ্যে বাস ও ট্রেন সার্ভিস পুরোদমে চালু হবে জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলেছি। এগুলো আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু। সপ্তম রাউন্ড জয়েন্ট কনসাল্টেটিভ কমিশন মিটিং হবে নয়াদিল্লিতে। এখানে ড. মোমেনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
গত দুই বছরে স্থবির হয়ে থাকা প্রকল্পগুলো দ্রুত চালুর বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জলবিদ্যুৎ খাতে গুরুত্ব দিতে চাই।
র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশের ভারতের সহযোগিতা চাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, এটা আপনাদের পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করুন। বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব দেননি।
বিবিআইনের আওতায় উপ আঞ্চলিক কানেক্টিভিটি জোরদার করতে চাই এমন মন্তব্য করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সেফা) নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছে।
বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারত যেভাবে সেটা ইতিহাসে অনন্য। সেই আলোকে আমরা বড় বড় সমস্যা সমাধান করেছি। ছোট কিছু সমস্যা আছে যেগুলো সমাধান করার অঙ্গীকার করেছি।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে বহনকারী ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) বঙ্গবন্ধু ঘাঁটিতে অবতরণ করে।
দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
আগামীকাল শুক্রবার (২৯ এপ্রিল) সকালে ভুটানের উদ্দেশে ঢাকা ছাড়বেন ড. এস জয়শঙ্কর।
আরইউ/এমএমএ/