ডাবল লাইন না হলে শিডিউল বিপর্যয় হবেই: রেলমন্ত্রী
প্রতিবারের মতো এবারও ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় হবে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বুধবার (২৭ ডিসেম্বর) কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি বলেন, ‘ডাবল লাইন না হলে কোনোভাবেই শিডিউল বিপর্যয় ঠেকানো যাবে না।’
বুধবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ছয়টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে কমলাপুর রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেনে ঈদযাত্রা শুরু হওয়ার কথা ছিল; কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে সেটি না হওয়ায় পরের ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেসের মাধ্যমে ৬টা ২০ মিনিটে যাত্রা শুরু হয়।
এবারের ঈদযাত্রায় প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ট্রেনে যাতায়াত করবেন। এর মধ্যে শুধুমাত্র আন্তঃনগর ট্রেনে আসন থাকবে ২৭ হাজারের বেশি।
এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের ১ মে এর অগ্রিম টিকিট বিক্রি চলছে আজ বুধবার (২৭ এপ্রিল)। বরাবরের মতো আজও টিকিট কাটার জন্য একদিন আগে থেকে কাউন্টারে লাইনে দাঁড়িয়েছেন টিকিটপ্রত্যাশীরা। মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকেই কমলাপুর রেলস্টেশনে ভিড় করছেন তারা। অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন দুদিন ধরে। তারপরও ধৈর্য ধরে অপেক্ষায় আছেন অনেকে।
অনলাইনে টিকিট কারসাজি করে সেগুলো কালোবাজারে ছাড়া হয়। এর ফলে কাউন্টারে টিকিটের জন্য হাহাকার লেগেই থাকে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
এ বছর ৫০ শতাংশ টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে এবং ৫০ শতাংশ টিকিট দেওয়া হচ্ছে কাউন্টারে।
টিকিট যা আছে যাত্রী তার থেকে অনেক বেশি দাঁড়িয়ে আছে কাউন্টারে। তাই কেউ টিকিট পাচ্ছে, আবার অনেককে খালি হাতেই ফিরে যেতে হচ্ছে।
আজও রাজধানীর ৫টি স্টেশন থেকে একযোগে ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে।
এবারই প্রথম একযোগে রাজধানীর ৫টি স্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এগুলো হলো- কমলাপুরে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেন, ঢাকা বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেন, তেজগাঁও স্টেশনে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সব আন্তঃনগর ট্রেন, মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের টিকিট ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন, ফুলবাড়ীয়া পুরাতন রেলওয়ে স্টেশন থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী আন্তঃনগর ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে।
এসব স্টেশনের টিকিট বিক্রি সবগুলোতেই নারী ও প্রতিবন্ধীদের জন্য পৃথক কাউন্টারের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ রেলওয়ে।
কতৃপক্ষ বলছে, দুই বছর পর এবার ঈদে ট্রেন চলবে এবং পুরোদমেই চলবে। সবগুলো ট্রেনই চলবে।
২৭ এপ্রিলের টিকিট গত শনিবার (২৩ এপ্রিল) দেওয়া হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) দেওয়া হয়েছে ২৮ এপ্রিলের টিকিট।
এ ছাড়া, ২৯ এপ্রিলের টিকিট দেওয়া হয়েছে সোমবার (২৫ এপ্রিল)। ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল দেওয়া হয়েছে। ১ মে এর টিকিট আজ বুধবার (২৭ এপ্রিল) বিক্রি করা হচ্ছে।
এদিকে, ফিরতি যাত্রার টিকিট বিক্রি আগামী ১ মে থেকে শুরু হবে বলে রেলওেয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
এসএ/