যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে পদক্ষেপ নয়: পররাষ্ট্রমন্ত্রী

র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে পাল্টা কোনো পদক্ষেপের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
শনিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বরং বলছি যে, ভালো কাজ করছি। তোমরা আমাদের সঙ্গে কাজ করো। আমরা একসঙ্গে কাজ করতে চাই। দোষারোপের মানসিকতা আমাদের নেই।
র্যাবের কারণে দেশে সন্ত্রাসী কমেছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমন, বৈশ্বিক মাদক প্রতিরোধ, মানবপাচার বন্ধ প্রভৃতি কাজগুলো র্যাব করছে। তোমাদের নিষেধাজ্ঞা দেশবাসী গ্রহণ করেনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটা খুনিকে যুক্তরাষ্ট্র আশ্রয় দিয়েছে। তারাই আবার আইনের কথা বলে।
আরইউ/এএস
