পাকিস্তান যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ অধিবেশনে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
বাংলাদেশের ৫০ তম বিজয় দিবস উদযাপন হচ্ছে। এ অবস্থায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই সফর হচ্ছে। এই সফর গত এক দশকের মধ্যে বাংলাদেশ থেকে পাকিস্তানে মন্ত্রী পর্যায়ের প্রথম সফর।
আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশন আয়োজন করেছে পাকিস্তানে। ১৮ ও ১৯ ডিসেম্বর এ অধিবেশন হবে।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন শনিবার (১৮ ডিসেম্বর) সিনিয়র অফিসিয়াল বৈঠকে উপস্থিত থাকবেন। এর পরের দিন (১৯ ডিসেম্বর) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এই সফরে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো বৈঠক নেই বলে জানা গেছে।
সর্বশেষ ২০১২ সালে ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নিতে পাকিস্তান সফর করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয় এবং বেশ কয়েকজন যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর হয়। পাকিস্তান বিবৃতি দিয়ে এর বিরুদ্ধে অবস্থান নেয়।
ইমরান খান ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০১৯ ও ২০২০ সালে দুই দফা টেলিফোন করেন। চলতি বছরের ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ অনুষ্ঠানে ইমরান খানের একটি শুভেচ্ছা বক্তব্য পড়ে শোনানো হয়।
আরইউ/