বিমানের ভাড়া বাড়ানোয় সংসদীয় কমিটি ক্ষুব্ধ
করোনা মহামারির মধ্যে বাংলাদেশ বিমানের ভাড়া তিন গুণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংসদীয় কমিটি। অতিরিক্ত ভাড়া প্রবাসী কর্মীদের জন্য বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই ভাড়া কমিয়ে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
রবিবার (১৭ এপ্রিল) বিকালে সংসদ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে একাধিক সদস্য ক্ষোভ প্রকাশ করেন।
কমিটির সদস্যরা জানিয়েছেন, ৩০ হাজার টাকার ভাড়া ৯০ হাজার করার পর ৫ হাজার কমালে তাতে কোন কাজে আসবে না। এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্সসহ অন্যান্য আন্তর্জাতিক বিমানের সঙ্গে আলোচনা করে কিভাবে বাংলাদেশ বিমানের ভাড়া কমানো যায় সেই পথ খুঁজে বের করতে বলেছে সংসদীয় কমিটি।
বর্তমানে এমিরেটস এয়ারলাইন্স ও কাতার এয়ারলাইন্সের চাইতেও বাংলাদেশ বিমানের ভাড়া অনেক বেশি। ফলে প্রবাসী কর্মীরা দেশে ফেরা এবং প্রবাশে গমনে চরম আর্থিক বিড়ম্বনায় পড়ছে। দ্রুত বিষয়টি নিয়ে কার্যকর পদক্ষেপ চায় সংসদীয় কমিটি।
পাশাপাশি যে সকল প্রবাসী কর্মী এক বছরের মধ্যে কাজ হারিয়ে দেশে ফেরত আসছে বা নানা কারণে চাকরি হারিয়ে দেশে ফিরছে তাদের জন্য পৃথক বিমা চালু করার প্রস্তাব করে কমিটি। মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কীভাবে এই বিমা পরিচালনা করা যায় তা খতিয়ে দেখতে বলা হয়েছে। এ সময় উদাহরণ হিসেবে বলা হয়েছে জীবন বিমা সরকার থেকে ৫২ কোটি টাকার সুবিধা নিয়ে মাত্র আড়াই কোটি টাকা দিয়েছে। এটা যদি মন্ত্রণালয়ের অধিনে করা যেত তাহলে প্রবাসী কর্মীরা বেশি উপকৃত হত।
অন্যদিকে ই পাসপোর্ট নিয়ে নানা জটিলতার বিষয়টি সংসদীয় কমিটিতে তুলে ধরা হয়। যেখানে বলা হয়েছে ছোট খাটো ভুলের জন্য ই-পাসপোর্ট পেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে তাদের কেন আবার ভেরিফাইড করতে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে সংসদীয় কমিটি। প্রবাসীদের কীভাবে সহজভাবে ই পাসপোর্ট প্রদান করা যায় সে বিষয়ে করণীয় ঠিক করতে বলা হয়েছে। ইমিগ্রেশন ব্যবস্থা সহজীকরণসহ ই-পাসপোর্ট এর বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বৈঠকে সুপারিশ করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, আয়েশা ফেরদাউস, পংকজ নাথ এবং মো. সাদেক খান অংশগ্রহণ করেন।
বৈঠকে মালয়েশিয়া, সৌদি আরব, বাহরাইন এবং দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারের সর্বশেষ পরিস্থিতি বিষয়ক, সুশৃঙ্খল, নিরাপদ, নিয়মিত ও দায়িত্বপূর্ণ অভিবাসন নিশ্চিতকল্পে বিদেশগামী/প্রবাসী কর্মীদের ই-পাসপোর্ট সেবা দ্রুত ও জরুরি ভিত্তিতে প্রদানের লক্ষ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কার্যক্রম এবং কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে বৈশ্বিক শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে গৃহিত কার্যক্রম বিষয়ক আলোচনা করা হয়।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
এসএম/এমএমএ/