লিবিয়াতে নিখোঁজ সাংবাদিক ও ইঞ্জিনিয়ার ফিরছেন শিগগির: পররাষ্ট্রমন্ত্রী
লিবিয়াতে নিখোঁজ হওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান জাহিদ ও ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম দুয়েক দিনের মধ্যে দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন সাংবাদিকদের একথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, উদ্ধারের পর বর্তমানে লিবিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের হেফাজতে রাখা হয়েছে তাদের। আশা করা যায় দুয়েক দিনের মধ্যে তারা দেশে ফিরতে পারবেন।
ঢাকার সাভারের বাসিন্দা এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান গত ৩ মার্চ যুক্তরাজ্য ভ্রমণে যান এবং ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে প্রতিবেদন করেন ৷ ফেসবুকেও সেসব শেয়ার করেন। ২১ মার্চ তিনি লিবিয়ার রাজধানী ত্রিপলিতে পৌঁছান ৷
লিবিয়াতে বিনা অনুমতিতে ছবি তোলায় সেখানকার আইন অনুযায়ী আটক হয়েছিলেন জাহিদুর রহমান। লিবিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যস্থতায় লিবিয়া সরকার তাদের দেশে ফেরার সুযোগ দিয়েছে।
আরইউ/এমএমএ/