সাহিত্যে স্বাধীনতা পুরস্কার কেলেঙ্কারি
মন্ত্রিপরিষদ সচিবকে তদন্তের নির্দেশ
সাহিত্যে স্বাধীনতা পুরস্কার ২০২২ এর কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক ঢাকাপ্রকাশকে জানিয়েছেন, ‘সাহিত্যে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে যারা প্রকৃত তথ্য গোপন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম কে নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যারা তথ্য গোপন করেছে তদন্ত করে তাদের চিহ্নিত করে দ্রুত শোকজ করার জন্য বলা হয়েছে। শোকজের জবাব যথাযথ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
শুক্রবার রাতে ঢাকা প্রকাশকে তিনি বলেন, বারবার কারা এই বিতর্কিত সিদ্ধান্ত নেয়, সরকারকে বিতর্কিত করে, তাদের চিহ্নিত করা হবে।
স্বাধীনতা পুরস্কার ২০২২ ঘোষণা করা হয় গত মঙ্গলবার (১৫ মার্চ)। পুরস্কার ঘোষণার পরপরই সাহিত্যে ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার পাওয়া কথিত সাহিত্যিক আমির হামজাকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
এই আমির হামজার পুরস্কারের বিষয়ে ১৫ মার্চ দুপুরেই ঢাকাপ্রপ্রকাশ "স্বাধীনতা পুরস্কার পাওয়া আমির হামজা কে" শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে।
এরপর ১৬ মার্চ রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে কথা বলে"বাতিল হচ্ছে আমির হামজার পুরস্কার!,মন্ত্রী বললেন তদন্ত হচ্ছে" শিরোনামে ঢাকাপ্রকাশ আরেকটি রিপোর্ট প্রকাশ করে।
শুক্রবার (১৮ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ আমির হামজার পুরস্কার বাতিল করে সংশোধিত সার্কুলার জারি করে। তাতে বিভিন্ন ক্ষেত্রে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৯ জন ব্যক্তিকে এবং একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার কথা জানানো হয়।
এদিকে, সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য এই বছর যে স্বাধীনতা পুরস্কার দেয়া হলো না সেই বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে সুযোগ নেই। তবে বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন।’
এর আগে ২০২০ সালে এস এম রইজ উদ্দিন আহম্মদ নামে এক ব্যক্তিকে সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার দেওয়ার পর তুমুল সমালোচনা হলে সেইবারও পুরস্কারটি প্রত্যাহার করে নেওয়া হয়। ওই বছরও সাহিত্যে অন্য কাউকে পুরস্কার দেওয়া হয়নি।
এ নিয়ে দুইবার সাহিত্য ক্ষেত্রে পুরস্কার পাওয়া ব্যক্তিদের নিয়ে বিতর্ক হল এবং পুরস্কার প্রত্যাহার করা হলো। ফলে এই দুই বার সাহিত্যে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার দেওয়া হল না।
এ বিষয়ে আরও পড়ুন :
আমির হামজার স্বাধীনতা পুরস্কার বাতিল
মন্ত্রী বললেন তদন্ত হচ্ছে : বাতিল হচ্ছে আমির হামজার পুরস্কার!
সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পাওয়া আমির হামজা কে?
কারা পেলেন স্বাধীনতা পুরস্কার?
এপি/