সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার: আশিক চৌধুরী

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত সামিটে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বিনিয়োগ সামিটে মোট ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের অংশ ১ কোটি ৪৫ লাখ টাকা। বিডা নিজস্ব তহবিল ও বেসরকারি অংশীদারদের সহায়তায় বাকি ব্যয় নির্বাহ করেছে।’
বিডা চেয়ারম্যান আরও জানান, ‘সামিট থেকেই সব বিনিয়োগ এসেছে—এমনটা বলা যাবে না। অনেক আলোচনা চলছিল আগেই। তবে সামিট বিনিয়োগকারীদের বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা দিয়েছে।’
আশিক চৌধুরী বলেন, ‘খরচের হিসাব দিয়ে এই সামিটের সফলতা বিচার করা সঠিক নয়। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ তৈরি ও বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরাই ছিল মূল লক্ষ্য।’
তিনি আরও জানান, সামিটে বাংলাদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি ৫০টি দেশ থেকে আসা ৪১৫ জন বিদেশি ডেলিগেট অংশ নিয়েছেন। এতে বিদেশি অংশগ্রহণের হার ছিল ৫৮ শতাংশ, যা এবার ছিল তুলনামূলকভাবে বেশি।
বিডা চেয়ারম্যান জানান, সামিটের মাধ্যমে ৬টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এসব সমঝোতা ভবিষ্যৎ বিনিয়োগ কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিডার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
