ডুরা’র নবগঠিত কমিটিকে ডিএসসিসি মেয়রের শুভেচ্ছা
সেবাখাতের রিপোর্টারদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সিটি মেয়র।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে ঢাকার গুলশান ক্লাবের লামডা হলে এ কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি ও দৈনিক ভোরের কাগজের রিপোর্টার মুহাম্মদ রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার শাহেদ শফিক, অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা সাজু (ঢাকা প্রকাশ), সাংগঠনিক সম্পাদক নিলয় মামুন (ইত্তেফাক), প্রচার ও দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম (কালের কণ্ঠ), প্রশিক্ষণ, গবেষণা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বারেক কায়সার (দৈনিক আনন্দবাজার); কার্যনির্বাহী কমিটির সদস্য মুসা আহমেদ (জাগো নিউজ) ও সদস্য মোহাম্মদ মোস্তফা (প্রথম আলো)। এ ছাড়াও সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।
এসএম/এসএন