ঢাকাপ্রকাশ-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যাব-পুলিশের শুভেচ্ছা
ঢাকাপ্রকাশ-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কাওরানবাজারে ঢাকাপ্রকাশ-এর কার্যালয়ে এসে অনলাইন পত্রিকাটির প্রধান সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামালের হাতে পুলিশের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের পক্ষে অতিরিক্ত উপকমিশনার কে.এন. রায় নিয়তি ও মো. ইমরান হোসেন মোল্লা শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন- ডিএমপি মিডিয়া সেলের বিশেষ টিমের সদস্যরাও। একই সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
ডিবি পুলিশের প্রধান ডিআইজি হারুন অর রশিদ ব্যস্ততার কারণে আসতে পারেননি। তবে তিনি বলেন, ইতোমধ্যে ঢাকাপ্রকাশ জনপ্রিয় একটি অনলাইন পত্রিকা হিসেবে গড়ে উঠেছে। ঢাকাপ্রকাশ-এর কলাকুশলীদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। সেই সঙ্গে এগিয়ে যাক ঢাকাপ্রকাশ এই প্রত্যাশা কামনা করছি।
এদিকে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান বলেন, ঢাকাপ্রকাশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা। এক বছরে ঢাকাপ্রকাশ জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের পক্ষ থেকে ঢাকাপ্রকাশ-এর কলাকুশলীদের ধন্যবাদ জানাচ্ছি।
ঢাকাপ্রকাশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছে পুলিশের বিশেষ ইউনিট স্পেশাল ব্রাঞ্চ (এসবি)।
র্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান মুঠোফোনে বলেন, ‘আমাদের পক্ষ থেকে ঢাকাপ্রকাশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। সেইসঙ্গে ঢাকাপ্রকাশ-এর সাফল্য কামনা করছি। পত্রিকাটির প্রধান সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল ভাইয়ের প্রতি রইল আমাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। পত্রিকাটি যেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সেই প্রত্যাশা আমাদের।’
ঢাকাপ্রকাশ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমিন। তিনি মুঠোফোন বলেন, প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাপ্রকাশ-কে শুভেচ্ছা জানাই।
কেএম/এসএন