ঢাকা-দিল্লি সম্পর্ক বহুমাত্রিক: ফরিদা ইয়াসমিন
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে ‘বহুমাত্রিক’ হিসেবে অভিহিত করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় প্রেস ক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২০ অক্টোবর) ক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশ ভারত সম্পর্ক ও গণমাধ্যমের ভূমিকা : চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে ফরিদা ইয়াসমিন একথা বলেন।
ফরিদা ইয়াসমিন বলেন, আমরা যখন লিখি তখন আমাদের সংবেদনশীল হওয়া উচিত। ভালোবাসার সম্পর্কের পরিচর্যা যেন দুই দিক থেকে হয় সেদিকে দৃষ্টি দিতে হবে।
ভারতীয় সাংবাদিকরাও যেন বাংলাদেশকে তাদের দেশে তুলে ধরে এমন আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলা পত্রিকায় অন্তত বাংলাদেশকে তুলে ধরবে সেই প্রত্যাশা রাখি।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি বলেন, রোহিঙ্গা আমাদের জন্য বোঝা হয়ে গেছে। প্রতিবেশী হিসেবে ভারত সহযোগিতার হাত বাড়াতে পারে।
আমরা ৭১-এ ভারতের অবদান স্বীকার করি, আপনারাও ফিরে গিয়ে আমাদের সম্পর্কে পজিটিভ ধারণা দেন- ভারতীয় সাংবাদিকদের প্রতি এমন আহ্বান জানিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, স্বাধীনতার সময় এক কোটি শরণার্থী ভারতের আশ্রয় নিয়েছিল। আমাদের কিছু কালচারাল মিল আছে। এর মধ্যে একটি হলো ভাষা। বাংলাভাষীরা যেভাবে আমাদের মুক্তিযুদ্ধ অনুভব করতে পারেন অন্যভাষীরা সেভাবে পারেন কি না সেটা একটা বিষয়।
আরইউ/এসজি