সেপ্টেম্বরের সেরা রিপোর্টার জাহাঙ্গীর আলম
সেপ্টেম্বর মাসের সেরা রিপোর্টার হয়েছেন ঢাকাপ্রকাশ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক জাহাঙ্গীর আলম।
শনিবার (১ অক্টোবর) সাপ্তাহিক রিপোর্টার সভায় জাহাঙ্গীরের হাতে পুরস্কার তুলে দেন ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক মোস্তফা কামাল।
এসময় তিনি বলেন, আগস্ট মাস থেকে সেরা রিপোর্টার পুরস্কার চালু করা হয়েছে। সেটি অব্যাহত থাকবে। আমি মনে করি, পুরস্কার চালুর মধ্য দিয়ে রিপোর্টারদের মধ্যে ভালো রিপোর্ট করার একটা প্রতিযোগিতা থাকবে। এর মধ্য দিয়ে রিপোর্টাররা যেমন ভালো রিপোর্টের জন্য ছুটবেন তেমনি তাদের রিপোর্টের মধ্য দিয়ে ঢাকাপ্রকাশও পাঠকের সামনে ভালো ভালো রিপোর্ট তুলে ধরতে পারবে।
প্রধান সম্পাদক সব রিপোর্টারকে মনোযোগের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের কাজ আপনাদের যেমন সমৃদ্ধ করবে, তেমনি ঢাকাপ্রকাশ-কেও।
উল্লেখ্য, আগস্ট মাস থেকে ঢাকাপ্রকাশ চালু করেছে মাসের সেরা রিপোর্টার পুরস্কার। সবচেয়ে ভালো ও আলোচিত রিপোর্ট করার জন্য এই পুরস্কার চালু করা হয়েছে।
সেপ্টেম্বর মাসে সেরা রিপোর্টারের পুরস্কার পাওয়া জাহাঙ্গীর আলমের একটি রিপোর্ট পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে। বহুজাতিক কোম্পানি ইউনিলিভার তাদের পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটছে। এ নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ইউনিলিভারসহ বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করলে জাহাঙ্গীর তার সূত্র ধরে রিপোর্ট করেন।
জাহাঙ্গীরের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন ঢাকাপ্রকাশ-এর যুগ্ম-বার্তা সম্পাদক এম মাহবুব আলম ও ভারপ্রাপ্ত প্রধান প্রতিবেদক নিজামুল হক বিপুলসহ রিপোর্টিং টিমের সদস্যরা।
এনএইচবি/এসজি/এএস