১৫ আগস্টের নেপথ্য কুশীলবদের বিচারে কমিশন গঠনের দাবি
বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের বিচারে কমিশন গঠনের দাবি জানিয়েছে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের নেতারা এ দাবি জানান।
এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি মুজিবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক দীপক দেবের নেতৃত্বে বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মারিয়া সালাম, প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক ইসহাক আসিফ, নির্বাহী কমিটির সদস্য রিয়াজ উদ্দীন, মাহমুদুন্নবী চঞ্চল উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন ও গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সংগঠনের নেতারা।
জেডএ/এসএন