প্রেসক্লাবে সাংবাদিক রিয়াজ উদ্দিনের স্মরণে সভা
রিয়াজ উদ্দিন আহমেদের স্মরণে
একুশে পদকপ্রাপ্ত প্রয়াত জ্যেষ্ঠ সাংবাদিক, সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদের স্মরণে জাতীয় প্রেসক্লাবে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সম্পাদক পরিষদ ও নোয়াবের যৌথ উদ্যোগে জহুর হোসেন হলে এ আয়োজন করা হয়।
স্মরণসভায় কথা বলেন রিয়াজ উদ্দিন আহমেদের ছেলে মাসরুর রিয়াজ।
রিয়াজ উদ্দিন আহমেদ দ্য ফিন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক ছিলেন। শনিবার (২৫ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
এনএইচবি/টিটি