বৈশাখ
বৈশাখ মানেতো এক জোয়ান কৃষক উঁচু বুক শক্তিমান
হাতে তার তীব্র কাস্তে কোমরে মাথায় বাঁধা লালচে কাপড়
আর ওই মাঠ জুড়ে রবীন্দ্রনাথের মতো পরিপক্ব ধান
বৈশাখ এলেই তবু ঝড়ে ভাঙ্গে সুখ ও স্বপ্নের বাড়ীঘর
হালখাতা, জমাজমি, লেনদেন, মহাজন, পরিবেশ ক্ষুদ্ধ
নীলচিঠি, কালোমেঘ, হিরালী ও শিলাপাত নৈসর্গিক যুদ্ধ
বৈশাখ মানেই বুকে জোয়ারের মতো জমে আনন্দের ফেনা
ধানের যৌবন দিয়ে হৃদয়ের লেনদেন সুখ বেচাকেনা।
তবুও সোনালী মাস জরায়ুতে নিয়ে কোনো সুখ সংগোপনে
প্রসব ব্যাথায় কাঁপে ঝড়ো বাদলের রাতে মাঠের শয্যায়
কারা যেন চুপচাপ কোনো এক আকাক্সক্ষার নিরিবিলি জলে
ফসলের বাঁধে জাগে সমবেত, নিদ্রাহীন কড়া পাহারায়
বৈশাখে পথের পাশে শোনা যায় সোনামুখী স্বপ্নের শিৎকার
ধানের দোহাই দিয়ে জমিতে জিকির তোলে চাষীর চিৎকার।