বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ধারাবাহিক উপন্যাস: পর্ব-৪৩

নেই দেশের নাগরিক

“অত সহজে কি আর মোয়া পাওয়া যায়? অনেক কাঠখড় পুড়াতে হয়।“ কথায় সুর টানে সাদ্দাম। তারপর আতিফের কাছ থেকে তার স্বয়ংক্রিয় পিস্তলটা হাতে নিয়ে বলে, “কোনো কোনো সময় কথার কূটনীতি এসব অস্ত্রের থেকেও মারাত্মক অস্ত্র হতে পারে, বন্ধু। কথায়ই তো জগৎ চলছে, তাই না? কথায় যুদ্ধ আবার কথায় শান্তি। আবার কথা দিয়েই কথা নেওয়া যায়।“
“কী রে তুই আবার গান্ধীবাদী হয়ে গেলি নাকি? ভেতরে কী এমন মন্ত্র পড়াল যে বেরিয়ে এসে হঠাৎ এমন ভীমরতি হলো!” ঠেস মারল আতিফ।
“কোনো মতবাদই ফ্যালনা নয়, বন্ধু। কখন যে কোন মতবাদ কাজে লেগে যায়, কেউ বলতে পারে না। এই যেমন আজকেই...।“ সাদ্দামকে কথাটা শেষ করতে না দিয়েই আতিফ মুখ হড়কে চোখ বড় করে বলে উঠল, “আজকে, আজকে কী?”
“আজকে কথাতেই কাজ হয়ে গেল।“ একতারায় টুং করে স্পর্শ করার মতো হাল্কাচ্ছলে কথাটা বলল সাদ্দাম।
“কাজ হয়ে গেল! মানে, স্পিডবোট ম্যানেজ কমপ্লিট?”
“আমি তো সে কথা বলিনি?”
“ওহ, তো কী!” খুশিতে ফট করে ফুটে ওঠা মুখটা মুহূর্তে পানসে হয়ে গেল আতিফের। সাদ্দাম আতিফের পানসে হয়ে যাওয়া মুখটার দিকে তাকাল। তারপর ঠোঁটে আলতো হাসি মাখিয়ে নিয়ে বলল, “বোট পাওয়া গেছে।“
“বোট পাওয়া গেছে! ওহো, থ্যাঙ্ক ইউ বন্ধু, থ্যাঙ্ক ইউ।“ সাদ্দামকে জড়িয়ে ধরল আতিফ। আনন্দে টগবগ করে ফুটছে। পারলে, লাফ মেরে সাদ্দামের ঘাড়ে উঠে পড়ে। গালে একটা লম্বা চুম্বন দেয়।

“ছাড়, আতিফ, ছাড়। ভোর হয়ে এল। এবার বোটটা নিয়ে বেরোতে হবে।“ আতিফের পিঠে আশ্বস্তের থাবা মারে সাদ্দাম। আতিফ সহজে ছাড়ে না। হুকের মতো আঁকড়ে ধরে। সাদ্দাম বুঝতে পারে, আতিফ কাঁদছে। সে আতিফকে সান্ত্বনা দিয়ে বলে, “কাঁদিস ন্যা, যেভাবেই হোক, আমরা চাচাদের উদ্ধার করবই।“ তারপর আতিফকে তার বুক থেকে খাড়া করে বলে, “চল, আর লেট করা ঠিক হবে না। ঝুঝকি থাকতে থাকতেই বোটটা নিয়ে বেরিয়ে পড়তে হবে। তা না হলে আবার সমস্যা হবে। বোট পাওয়া মুশকিল হয়ে যাবে। মেজর আসলাম বলেছেন, অন্ধকারের মধ্যেই বোট নিয়ে বেরিয়ে পড়তে হবে এবং সকাল ১০টার মধ্যে আবার বোট ওঁদের হাতে তুলে দিতে হবে।“
“চল, কিন্তু বোট কোথায় আছে?” জানতে চায়ল আতিফ।
“নদীতে।“ বলল সাদ্দাম।
“কীভাবে পাবি?”
“ও তোকে চিন্তা করতে হবে না। সব ব্যবস্থা পাকা করে এসেছি। মেজর সাহেব ফোন করে দিয়েছেন।“ আতিফের দুশ্চিন্তা দূর করে সাদ্দাম। আতিফের পানসে মুখে আবারও হাসি খেলে ওঠে। চোখে আহ্লাদের দ্যুতি। “অস্ত্রগুলো কোথাও লুকিয়ে রাখতে হবে না?” জিজ্ঞেস করে আতিফ। “নাহ।“ বলল সাদ্দাম। তারপর পাতাবাহার গাছের আড়াল থেকে পাশের ফাঁকা রাস্তায় নেমে বলল, “ওখানে এসবের কোনো সমস্যা নেই। নদীতে আমার খাস লোক থাকবে। ওসব ম্যানেজ করে নেব।“

বিজিবি’র সংরক্ষিত জোন থেকে বেরিয়ে পাশের আঁকাবাঁকা পথ দিয়ে নাফ নদীর দিকে এগোতে থাকল সাদ্দামরা। একদিকে বিজিবি’র সীমান্ত চৌকির সুউচ্চ পাঁচিল আর অন্য দিকে দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেত। রাস্তাটা পাঁচিলের আড়াল দিয়ে সাপের মতো এঁকেবেঁকে নদীর দিকে চলে গেছে। মাথা ছাপিয়ে ছাপিয়ে হনহন করে চলেছে সাদ্দাম। পিছু পিছু আতিফ। পাঁচিল থেকে পাঁচশ মিটার দূরের একটা লঞ্চঘাটে পৌঁছল তারা। আর পাঁচটা লঞ্চঘাটের থেকে এটা অনেকটাই আলাদা। সম্পূর্ণটাই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। লোকমুখে এর নাম ‘নয়াপাড়া সেনা লঞ্চঘাট’। সাধারণ মানুষের এখানে চলাচল নিষিদ্ধ। নদীর পাড়ে দু-জায়গায় খোপ খোপ চৌকি ঘর। তার ভেতরে সীমান্তপ্রহরী বন্দুক তাক করে আছে। একটু দূরে নদীর পাড় ঘেঁষা একটা মাঝারি বটগাছ। বটগাছটার সারি সারি ঝুরি নেমে আছে। দেখে মনে হচ্ছে, অন্ধকারে কালো কালো শাড়ি ঝুলছে। বটগাছটা থেকে কয়েক ছটাক দূরে জলপাই রঙের একটা একতলা চৌকো বাড়ি। বিজিবি’র চৌকিঅফিস। ছাদ ফুঁড়ে উঠে গেছে ওয়াচটাওয়ার। ওয়াচটাওয়ারের মাথায় রাইফেল তাক করে আছেন কয়েকজন সীমান্তপ্রহরী। ভোরের ঝুঝকি টাওয়ারের খোপে খোপে দলা পাকিয়ে লুকিয়ে আছে। প্রাচীন বটগাছটার পাতার আড়ালে আড়ালে এখনো ঘুমিয়ে আছে রাত। মগডাল বেয়ে একটু একটু করে নেমে আসছে, ভোরের আগমনী বার্তা। মাটিতে মিশে থাকা বটগাছের ছায়া একটু একটু করে শরীর হয়ে উঠবে একটু পরেই। সাদ্দাম চৌকো অফিস বাড়িটার দিকে এগোতে থাকল। তার হাঁটাচলা দেখে আতিফ ভাবল, সাদ্দামের এ চত্বরে অনেকবার আসা আছে। অলিগলি, খানাখন্দ সবই তার নখদর্পণে। সাদ্দাম হনহন করে অফিসবাড়িটার ভেতরে ঢুকে গেল। সিঁড়ির ডানদিকের ঘরটায় সটাম ঢুকে পড়ল সাদ্দাম। আতিফ দরজার কাছে দাঁড়িয়ে ইতস্তত করতে লাগল, হুট করে কোনো অফিসে এভাবে ঢোকা কি ঠিক হবে? আর তখনই সাদ্দাম ভেতরে আসার জন্যে তাকে ইশারা করল। সাদ্দামের ইশারা পেয়ে আতিফ আঁকুপাঁকু করে ভেতরে ঢুকে পড়ল। একটা লম্বা টেবিলের ওপারে গদি সাটানো কাঠের চেয়ারে একজন সেনা অফিসার বসে আছেন। পরনে খাকি। লম্বা নাক। কুতকুতে চোখ। মুখের উপর পাকানো গোঁফ। সাদ্দামদের দেখেই ভদ্রলোক বললেন, “ওহ, তোরা এসে গেছিস। ওকে, আমি সব রেডি করে দিচ্ছি।“

সেনা অফিসারটার কথা শুনে আতিফ বুঝতে পারল, ভদ্রলোকের কাছে উপর মহল থেকে আগেই বার্তা এসে গেছে। অর্থাৎ সাদ্দামের মেজর মহম্মদ আসলাম আগেই এঁকে ফোন করে দিয়েছেন। সাদ্দাম অফিসারটার কাছে গিয়ে ফিসফিস করে কী একটা বলল। কথাটা শোনার পর ভদ্রলোক ঠোঁটে চিলতে হাসি মিশিয়ে বললেন, “না না, তুই হলি আমাদের খাস লোক। কোনো প্রবলেম নেই। ওসব তোর কাছেই থাক। আরে বাবা, শত্রুর শত্রু মিত্রই তো নাকি?”
“শুকরিয়া স্যার।“ ধন্যবাদ জানাল সাদ্দাম। তারপর আতিফের কাছে সরে এসে ফুরফুরে মেজাজে বলল, “পিস্তলগুলো কোথাও রাখতে হবে না। ওগুলো আমাদের কাছেই থাকবে। স্যার বললেন, কোনো অসুবিধা নেই।“
“আচ্ছা।“ ঘাড় হেলালো আতিফ।
অফিসার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। বললেন, “আয়। আমার সঙ্গে আয়।“ তারপর হাঁক দিয়ে ভেতর থেকে একজনকে ডাকলেন। একজন সেনা হন্তদন্ত হয়ে ছুটে এসে ‘সেলাম’ দিল, “জি স্যার।“
“আমার সঙ্গে চল। দরকার আছে।“
“জি স্যার।“ সেনা লোকটা সাদ্দামদের পিছু পিছু আসতে লাগল। লঞ্চঘাটে এসে থামল সবাই। ঘাটে বাঁধা সারি সারি স্পিডবোট। নদীর তিরতির করে বয়ে যাওয়া রূপও ক্রমশ ঝাপসা থেকে স্পষ্ট হয়ে উঠছে। নদীর বুক থেকে একটু একটু করে উঠে যাচ্ছে রাত। ছড়িয়ে পড়ছে ভোরের ফিনফিনে আলো। নাফ নদী দেখেই আতিফের চোখ ছ্যাড়ড়া হয়ে ছড়িয়ে গেল চরাচর। হন্যে হয়ে খুঁজতে লাগল তাদের ‘ঘাটবাড়ি কৌশা’ নৌকোটা। আতিফ দেখল, লঞ্চঘাটটার চৌহদ্দিতে কোন রোহিঙ্গা নৌকো নোঙর গেঁড়ে দাঁড়িয়ে নেই। এপারে যা দুএকটা স্পিডবোট আর লঞ্চ ঘোরাফেরা করছে সেগুলো সবই বাংলাদেশ সীমান্ত বাহিনীর নজরদার জলযান। আতিফের চোখ নদীতে পুঁতে গেল। সে নদীর ঝাপসা বুক চিরে দূরে বঙ্গোপসাগরের দিকে দৃষ্টির খ্যাজাল ফেলল। দূরে ঝাপসা নদীর বুকে সারি সারি নৌকো দাঁড় করানো দেখে, তার ভেতরটা ‘থক’ করে উঠল। যেন শুকনো খাঁ খাঁ বুকে এক ছটাক খুশি ধেই করে নেচে উঠছে, নিশ্চয় ওখানে আছে আমাদের নৌকোটা। আনন্দ আর বাগ মানে না আতিফের। হুড়মুড় করে নদীতে নেমে পড়তে ইচ্ছে করে তার। ‘ধা’ করে স্পিডবোটটা চালিয়ে ছুটে চলে যেতে মন চাইছে। যদিও তার মনের স্পিডবোট ‘সাঁ’ “সাঁ’ করে ছুটে যাচ্ছে।
লোহার শিকল দিয়ে বাঁধা সবুজ রঙের একটা স্পিডবোট দেখিয়ে দিয়ে সেনাঅফিসার বললেন, “এটা নিয়ে যা। কে চালাবে ? তুই তো নাকি?” সাদ্দামের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। সাদ্দাম ঘাড় হেলিয়ে বলল, “জি, স্যার।“ সেনাঅফিসারের বলাও সারা অমনি হুড়মুড় করে স্পিডবোটে চেপে বসল সাদ্দাম। আতিফকে ইশারায় তাড়াতাড়ি চেপে বসতে বলল। আতিফ চেপে বসতেই, ‘বুউউ’ করে স্টার্ট দিল সাদ্দাম। জল কেটে ছুট লাগাল বোট। আতিফ সাদ্দামের হাবভাব দেখে, ভ্রূ কুঁচকে জিজ্ঞেস করল, “তুই আচমকা অত হুটপাট করে ছুটছিস কেন?”
“বলছি, পরে বলছি। আগে এই চত্বরটা পার হই, তারপরে বলছি।“ সাদ্দামের কণ্ঠে হুটোপুটি।
“তুই কি ভেতরে কিছু ঘটিয়ে এসেছিস নাকি রে!” সাদ্দামের কথায় সন্দেহের ইঙ্গিত।
“নাহ নাহ, কী আর ঘটাব।“ আমতা আমতা করে সাদ্দাম।
“কিছু তো একটা ঘটেছে। তা না হলে, তুই অত তাড়াহুড়ো করছিস কেন?”
একটা ভাসমান লঞ্চের পাশ কেটে ‘ধা’ করে বোটটা বেরিয়ে গেল। বোটের স্পিডের মতো থড়বড় করে সাদ্দাম বলল, “দেখছিস, বোটটা কেমন করে পানির বাধা কেটে সাঁ সাঁ করে এগিয়ে যাচ্ছে! যে বাধা টপকাতে পারে, সেইই সামনে এগোতে পারে।“
“সে তো ঠিকই। এ আর নতুন কথা কী।“
“তবে মানুষের বাধা সব থেকে বড় বাধা। সে বাধা টপকানো চাট্টেখানি ব্যাপার নয়। যার তার কম্মও নয়। বুকের পাটা থাকতে হবে। মদ্দানির জোর থাকতে হবে। কখনো কখনো মৃত্যুকে গিলে খেতেও হবে।“
“ওই দ্যাখ, আমাদের রাখাইনে সকাল হচ্ছে।“ নদীর পূর্বপার দেখিয়ে বলল আতিফ।
“মানুষ যেমন সব থেকে সুন্দর ফুল ঠিক তেমনই মানুষই সব থেকে বড় কাঁটা। সে কাঁটাকে মাঝেমধ্যে উপড়ে ফেলতে হয়। নাহলে সামনে এগোনো যায় না।“ সাদ্দাম নিজের খেয়ালে বকে যেতে থাকে। আতিফের কথা কান করে না। আতিফ লোহার স্ট্যান্ডটা ধরে পুবদিকে মুখ করে খাড়া হয়ে দাঁড়ায়। সাদ্দামের এত গুরুগম্ভীর কথা তার ভালো লাগছে না। তার মনের মেঝেয় এখন আসন পেতে বসেছে তার সাধের জন্মভিটে। যা এই স্পিডবোট থেকে ঝাপসা হয়ে দেখা যাচ্ছে। সে একটা উচ্চ শ্বাস ফেলে বলল, “আহাঃ কতদিন বাড়ি যাইনি!”

চলবে…

আগের পর্বগুলো পড়ুন>>>


নেই দেশের নাগরিক: পর্ব-৪২

নেই দেশের নাগরিক: পর্ব-৪১

নেই দেশের নাগরিক: পর্ব-৪০

নেই দেশের নাগরিক: পর্ব-৩৯

নেই দেশের নাগরিক: পর্ব-৩৮

নেই দেশের নাগরিক: পর্ব-৩৭

নেই দেশের নাগরিক: পর্ব-৩৬

নেই দেশের নাগরিক: পর্ব-৩৫

নেই দেশের নাগরিক: পর্ব-৩৪

নেই দেশের নাগরিক: পর্ব-৩৩

নেই দেশের নাগরিক: পর্ব-৩২

নেই দেশের নাগরিক: পর্ব-৩১

নেই দেশের নাগরিক: পর্ব-৩০

নেই দেশের নাগরিক: পর্ব-২৯

নেই দেশের নাগরিক: পর্ব-২৮

নেই দেশের নাগরিক: পর্ব-২৭

নেই দেশের নাগরিক: পর্ব-২৬

নেই দেশের নাগরিক: পর্ব-২৫

নেই দেশের নাগরিক: পর্ব-২৪

নেই দেশের নাগরিক: পর্ব-২৩

নেই দেশের নাগরিক: পর্ব-২২

নেই দেশের নাগরিক: পর্ব-২১

নেই দেশের নাগরিক: পর্ব-২০

নেই দেশের নাগরিক: পর্ব-১৯

Header Ad

‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন। কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব তিনি। কথা বলেন নানা ইস্যু নিয়ে। সেই ধারাবাহিকতায় সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার গঠনেও বিভিন্ন সময় নিজের আকাঙ্ক্ষা, প্রত্যাশার কথা জানিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যেও বিভিন্ন বার্তা দিয়েছেন। এবার এমনি একটি বার্তায় দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জনগনের আস্থার বিষয়ে আক্ষেপ জানালেন এই নির্মাতা।

বুধবার (২০ নভেম্বর) আশফাক নিপুন তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল, বাসায় বসে বসে দোয়া করেছিল, যার যা সামর্থ্য দিয়ে সহায়তা করেছিল। কারণ, তারা দেখেছিল লড়াইটা আওয়ামী ফ্যাসিস্ট শাসক বনাম সাধারণ ছাত্র-জনতার। এটাও অস্বীকার করার কোনো উপায় নাই যে এই আন্দোলন বেগবান করতে বিরোধী সকল দলের কর্মীদের ভূমিকা অনস্বীকার্য। তাদের সংগ্রামও গত দেড় দশকের। কিন্তু এটা যদি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যকার লড়াই হতো তাহলে সাধারণ মানুষ এই লড়াই থেকে দূরে থাকত। সেই প্রমাণ বিগত ১৫ বছরে আছে।

‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’

কারণ হিসেবে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ এখনো দেশের কোনো রাজনৈতিক দলকেই পুরোপুরি বিশ্বাস করতে পারে না। এটাই বাস্তবতা। এই বাস্তবতা মেনে সকল রাজনৈতিক দলগুলোর উচিত কীভাবে সাধারণ জনগণের ভেতর নিজের দলের প্রতি আস্থা তৈরি করা যায় সেই বিষয়ে নিরলস কাজ করা। এই আস্থা ক্ষমতায় গিয়ে অর্জন করা সম্ভব না। কারণ, সাধারণ মানুষ আজীবন এস্টাবলিশমেন্টের বিপক্ষে। এই আস্থা অর্জন করতে হয় ক্ষমতা বলয়ের বাইরে থেকেই।

নিপুন আরও লিখেন, অরাজনৈতিক সরকার দিয়ে দীর্ঘদিন দেশ চালানো যেমন কাজের কথা না ঠিক তেমনি রাজনৈতিক সরকার হতে চাওয়া সকল রাজনৈতিক দলগুলোর বোঝা উচিত মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে সকল প্রকার পূর্বানুমান (যেমন- বর্ষাকালে আন্দোলন হয় না, নির্বাচনের আগেই কেবল জোরেশোরে আন্দোলন হয়, ঘোষণা দিয়ে বিরোধী সকল পক্ষ আন্দোলনে শামিল না হলে সফল হয় না) অগ্রাহ্য করেই। সেটা সম্ভব হয়েছে সাধারণ মানুষের ন্যায্যতার আকাঙ্ক্ষা থেকেই।

সবশেষ এই নির্মাতা লিখেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষার দুই পয়সার দাম দেন নাই। সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষা, ইচ্ছা আর দেশপ্রেমকে পুঁজি করে অরাজনৈতিক এবং রাজনৈতিক যারাই রাজনীতি রাজনীতি খেলতে চাইবে, তাদের দশাও কোন একসময় যেন পলাতক শেখ হাসিনার মতো না হয়, সেই বিষয় নিশ্চিত করতে হবে তাদেরকেই।

Header Ad

‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, জুলাই-আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। এ নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। কেউ কারো উপরে না, আবার কেউ কারো নিচেও না, এই ধারণা আমরা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র-জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে সম্প্রতি আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহিদ, আহত এবং জীবিত ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদের দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি।

তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গ করে যারা দেশ গঠনের সুযোগ করে দিয়েছে জাতি তাদের সারা জীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

বক্তব্য শেষে সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

Header Ad

নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু

ছবি: সংগৃহীত

নওগাঁ শহরে যানযট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসন, পুলিশ, পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান শুরু হয়েছে। এতে শহরে শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) অভিযানের উদ্বোধন করেন নওগাঁ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ পরিচালক টি.এম.এ মমিন। এ সময় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়া উদ্দিন, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, নওগাঁ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আফজাল হোসেন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শুরুর পর থেকেই শহরের বরুনকান্দি, মশরপুর, তাজের মোড় ও কালীতলাসহ মোট ৮ টি প্রবেশদ্বারে চেকপোস্ট বসানো হয়েছে। চেক পোষ্টগুলোতে ২ জন পুলিশ সদস্য, ২ জন ছাত্র সমন্বয়ক, ৪ জন রোভার স্কাউট সদস্য ও ২ জন রিকশা মালিক শ্রমিক প্রতিনিধিসহ মোট ১২ জন করে কাজ করছেন।

পৌর প্রশাসক জানান, নওগাঁ শহরে বৈধ যানবাহনের সংখ্যা ৪ হাজার। কিন্তু প্রতিদিন পার্শবতী বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০ হাজার রিকশা, ব্যাটারী চালিত অটো রিকশা ও ইজিবাইক শহরে প্রবেশ করে। এতে তীব্র যানযট ও জন মানুষের ভোগান্তি তৈরী হয়। এই দূর্ভোগ লাঘোবে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার কুতুব উদ্দিনের দিক নির্দেশনায় যানবাহন নিয়ন্ত্রনসহ বিশেষ অভিযানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। বৈধ চালকদের চিহ্নিত করতে তাদের মাঝে পরিধেয় বিশেষ ধরনের জ্যাকেট প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।

নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, নওগাঁ শহরের যানযট দীর্ঘদিনের সমস্যা। পরিকল্পিত ভাবে এই সমস্যা দূর করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উদ্যোগে পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক শ্রমিক নেতৃবৃন্দদের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন ষ্টেক হোল্ডারদের পরামর্শ নিয়ে একটি কর্ম পরিকল্পনা গ্রহক করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, অভিযান সফল ভাবে বাস্তবায়ন হলে শহরে শৃঙ্খলা ফিরে আসবে। জনগন এর সুফল পাবেন। সকলকে এই কার্যক্রমে সহযোগিতা প্রদানের আহবান জানান তিনি।

Header Ad

সর্বশেষ সংবাদ

‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’
‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার
সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা সেই শাহজাহান ওমর গ্রেপ্তার
মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’, এমন কথা বলেননি ট্রাম্প
লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরী
ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত
সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর
১২ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া