স্বপ্নের উড়াল ডানা নতুন বছরে
স্বপ্নের উড়াল ডানা নতুন বছরে
নতুন বছর এসে কড়া নাড়ছে দরোজায়
এসো বন্ধু আগ্রাসনমুক্ত এক পৃথিবী দেখাও
দেশে দেশে হিংসাবিষ রক্তঝরা বন্ধ করো
মানুষের মধ্যে তুমি আলগাছে সঞ্চালিত করো বাছা
মঙ্গলচেতনা আর মানবিক সুস্থিতির ঝিরিঝিরি বোধ,
ক্ষুধা ও গরিবি থেকে মুক্ত হোক নিপীড়িত দলিত মানুষ
নারীর নিগ্রহ যেন পোড়াচোখে কোনোভাবে দেখতে না হয়
ধরিত্রীকে পাপমুক্ত শাপমুক্ত করে শান্তি আনতে পারে
শুধুই মানুষ, অন্য কেউ নয়, শত্রু তারা একে অপরের,
এই গ্রহ শান্তিধাম হতে কোনো বাধা ও বিপত্তি আছে?
থাকলেও সে জঞ্জাল উড়িয়ে পুড়িয়ে দাও দ্বিধাহীন
বিশ্বজুড়ে অর্থমন্দা জন্মশোধ নিঃশেষিত পরাজিত হোক
মহান স্রষ্টার কাছে আমাদের একমাত্র আকুতি এটাই
নতুন বছর এসো, দগ্ধ এই ভূমণ্ডলে তোমাকে স্বাগত
পিঁড়ি পেতে বসো বন্ধু, অনুরোধ করি তুমি ক্ষণেক জিরাও
হানাহানি কবলিত দুনিয়ায় মুঠোমুঠো আনন্দ আবিরঘ্রাণ
শান্তিস্বস্তি আনন্দের সুরভিত সোহাগমদিরা ঢেউ
সুষমা ও শুভবোধ অকাতরে অকুণ্ঠিত বিতরণ করো
খ্রিষ্টীয় নতুন বর্ষ, আবার স্বাগত করি ও বন্ধু তোমায়
আবারও ফুলের ধর্মে সৌরভ সঞ্চার করো নতুন উদ্যম
তোমার চলার পথ সাফল্যে শোভায় দীপ্ত আনন্দিত হোক।
এসএন