রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ধারাবাহিক উপন্যাস: পর্ব-৯

যারা যুদ্ধ করেছিল

এর মধ্যে প্রচার হয়ে যায় ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। মমিন খবরটি শুনেছে। কিন্তু তার তেমন প্রতিক্রিয়া নেই। আর দশটা দিনের মতো সে দুপুরে হলের ডাইনিংয়ে খেয়ে রুমে কিছুক্ষণ বিশ্রাম নেয়। সাকিব রুমে নেই। কোথায় গেছে বলে যায়নি। মমিন কিছুক্ষণ পর টিউশুনি করতে বেরোয়। ফুলার রোডে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নবম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে সে ইংরেজি পড়ায়। হল থেকে ছাত্রের বাসা হেঁটে গেলে ৫ মিনিটের পথ। গিয়ে সে জানতে পারে ছাত্র বাবার সঙ্গে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ শুনতে গেছে। এই কথাটা শোনার পর তার মধ্যে ভীষণ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কী এমন ভাষণ দেবেন বঙ্গবন্ধু যার জন্য পিতাপুত্র একসঙ্গে সেই মিটিংয়ে গেছে। ভাবতে ভাবতে মমিন পথ হাঁটছে। ছাত্র গেছে বঙ্গবন্ধুর জনসভায় এই ব্যাপারটা তার ভাবনা থেকে সরছে না। ক্যাম্পাসে ফেরার পথে মমিন দেখল পিপঁড়ের লাইনের মতো মানুষ যাচ্ছে রেসকোর্স ময়দানে। তারও ভারী কৌতূহল হলো। সে রাস্তায় দাঁড়িয়ে লোকজনের মিছিল দেখছিল। লোকজনের চাপে মমিনকে পাবলিক ঠেলে নিয়ে গেল রেসকোর্স ময়দানের দিকে। ক্যাম্পাস লাগোয়া রেসকোর্স ময়দান। ময়দানে গিয়ে দেখে গিজগিজে ঠাসা মানুষ। দেখে মমিনের চোক্ষু চড়ক গাছ। এতো মানুষ কোত্থেকে এল। সবার হাতে লাঠি। সবার মুখে একটাই স্লোগান, ‘বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর।’
মমিন কোনোরকমে দাঁড়াবার জায়গা পেয়েছে ময়দানের পশ্চিম পাশ ঘেঁষে। তার মাথা বরাবর মাইকের হর্ন বাঁধা। টাস টাস শব্দ এসে কানে বিঁধছে।

হঠাৎ স্লোগান পাল্টে গেল। মাইকে ভিন্ন স্লোগান শুরু হলো, ‘তোমার নেতা আমার নেতা, শেখ শেখ শেখ মুজিব।’ মমিন খেয়াল করল সাদা ধবধবে পায়জামা পাঞ্জাবি, তার উপর হাতাকাটা কালো কোট পরে একজন লম্বা মানুষ মঞ্চে এসে উপস্থিত হলেন। তার উপস্থিতিতে মঞ্চের আবহ বদলে গেল। তিনি সোজা মাইকের সামনে এসে দাঁড়ালেন। তারপর অগ্নিঝরা কণ্ঠে শুরু করলেন, ‘ভাইয়েরা আমার...
মমিন বুঝতে পারল ইনি বঙ্গবন্ধু। কণ্ঠে যেন বাঘের গর্জন। বক্তৃতায় যেন আগুন ঝরছে। তাঁর এক একটি কথায় মমিনের গায়ের লোম শিউরে উঠছে। রক্ত চঞ্চল হয়ে উঠছে। তিনি এসব কী বলছেন। বাঘের গর্জন শুনছে মমিন। যত শুনছে তত শরীরের রক্ত চঞ্চল হয়ে উঠছে। তাঁর প্রতিটি কথায় জনতা জয় বাংলা বলে চেঁচিয়ে উঠছে। তার বক্তৃতা শেষ হয়েছে। মনুষ উত্তপ্ত স্লোগান দিয়ে চলে যাচ্ছে। মমিন ঠায় দাঁড়িয়ে আছে। কোনো বোধশক্তি কাজ করছে না শরীরে। অবশ হয়ে দাঁড়িয়ে আছে সে।
রুমে এসে সটান শুয়ে পড়ে। মাথা আওলিয়ে গেছে। সমস্ত চেতনা ওলটপালট হয়ে গেছে। মাথা ঘুরছে যেন। রাতে একফোটা ঘুমোতে পারল না। বার বার শুধু বঙ্গবন্ধুর অগ্নিঝরা ভাষণের কথা মনে পড়ছিল। তাঁর কথাগুলো এখনো সমানতালে কানে বাজছে। কী শুনেছে সে। এমন করে আর কেউ তো কখনো বলেনি। সেই থেকে মমিনের জীবনের ধারা পাল্টে যায়। সে এখন প্রতিদিন মিছিলে যায়। বক্তৃতা শোনে। একদিন মিছিলের সঙ্গে যেতে যেতে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িতে চলে গেছে। মিছিলের আওয়াজ পেয়ে বঙ্গবন্ধু বারান্দায় এসে দাঁড়ালে মমিন মুগ্ধ হয়ে তাকিয়ে তাঁকে দেখে। ইনি জাতির মহান নেতা বঙ্গবন্ধু। সেদিন রেসকোর্সে দূর থেকে ভালো করে দেখতে পারেনি। আজ সে কাছে গিয়ে পলকহীন দেখে।

সকালে নাস্তা করে মমিন পাবলিক লাইব্রেরিতে গিয়ে রাজনীতির বই পড়ে। বঙ্গবন্ধু ৭ মার্চ ভাষণে বলেছে, ‘৫৪ সালে নির্বাচনে জিতেও আমরা গদিতে বসতে পারি নাই।’ সেই থেকে ৫৪ সালের ইতিহাস জানার আগ্রহ তৈরি হয় তার। সব সে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে। পড়ে ৬ দফা। আরও পড়ে ছাত্রদের ১১ দফা। মমিনের নেশা পেয়ে গেছে। এর মধ্যে দেশে ইয়াহিয়া খান এসেছে বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনা করতে। খবরের কাগজে বড় হেডিং। সব পড়ে মমিন। নেতাদের আলোচনা ভেস্তে যায়। ইয়াহিয়া খান পাকিস্তান চলে যায়। সেদিন রাতেই অপারেশন সার্চলাইট নামে গণহত্যা শুরু করে পাকিস্তানি মিলিটারি। মধ্য রাত থেকে প্রচণ্ড গোলাগুলি। অনেকের সঙ্গে মমিন হলের ছাদে উঠে দেখে চারদিকে আগুন জ্বলছে। জগন্নাথ হলে গোলাগুলি হচ্ছে। ছাত্ররা ওয়ালের উপর কাঁটাতারের বেড়া টপকিয়ে পালিয়ে যাচ্ছে। মমিনও অতি কষ্টে কাঁটাতারের বেড়া টপকাতে গিয়ে শরীরের কয়েক জায়গা ছুলে যায়। আর তখনই সে সিদ্ধান্ত নেয়, যেমন করেই হোক এই জানোয়ারদের বিরুদ্ধে লড়াই করতে হবে।
‘ওস্তাদ কইলেন না আপনি কেন যুদ্ধে আইছেন?’
মমিন এতোক্ষণ মাথা নামিয়ে অতীত ভাবছিল। মজনুর প্রশ্নে মুখ তুলে তাকায়। হাসে। হেসে বলে, ‘দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে এসেছি। ১৯৪৭ সালে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটা আসল স্বাধীনতা না। সত্যিকারের স্বাধীনতার জন্য আমরা হাতে অস্ত্র তুলে নিয়েছি। এইবার হবে আমাদের সত্যিকারের স্বাধীনতা।’
‘সত্যি দেশ স্বাধীন হবে?’
‘অবশ্যই দেশ স্বাধীন হবে। এতে কি তোমার কোনো সন্দেহ আছে?’
মজনু কথা বলে না। মাথা নামিয়ে থাকে। বলে, একটা কথা কমু ওস্তাদ?’
‘তার আগে বল, স্বাধীনতা নিয়ে তোমার কোনো সন্দেহ আছে?’
‘আগে ছিল। এখন নাই।’
‘এইাবার বল কী বলতে চাও?’
মজনু গুছিয়ে বলে, ‘পশ্চিমাদের সাথে আমাদের গোলমালটা আসলে কী নিয়া? আমি ক্লিয়ার জানি না। নানা জনে নানা কথা বলে। আপনি আমারে একটু বুঝায়া কন।’
মমিন হেসে বলে, ‘বলব।’ এখন না। অন্য সময়, ঠিক আছে?’

সাকিবের মা আয়েশা বেগম রাত থেকে কিছুই খাচ্ছেন না। এতে বাড়ির সবাই দারুণ চিন্তিত। সাকিব মায়ের পাশে বসে স্যুপ খেতে সাহায্য করছে। বাবা ফজলুর রহমান রাত-দিন দেশ নিয়ে ব্যস্ত। আজ তার থানায় মেজর সাহেবের সঙ্গে দেশের আইনশৃঙ্খলা নিয়ে জরুরি মিটিং। এলাকায় নাকি মুক্তিবাহিনীর আনাগোনা বেড়ে গেছে। হঠাৎ হঠাৎ তারা ক্যাম্প আক্রমণ করে বসে। সাথী স্যুপ খাওয়াতে গেলে সে ঝাঁকুনি দিয়ে স্যুপের বাটি ফেলে দেয়। তারপর সাকিব এসেছে খাওয়াতে। তার হাতের স্যুপও খাচ্ছে না আয়েশা বেগম। বাড়ির সবাই দারুণ উদ্বেগের মধ্যে আছে। রাত থেকে সে কিছুই মুখে তুলছে না। এভাবে অসুস্থ শরীরে না খেয়ে থাকলে তাকে বাঁচানো কঠিন হবে। দেশে যুদ্ধ লাগার পর থেকে ভালো ডাক্তার পাওয়া যাচ্ছে না। থানা সদরে যারা ভালো ডাক্তার ছিল তারা মিলিটারির ভয়ে অন্য কোথাও পালিয়ে গেছে। ফজলুর রহমানের চেনা একজন নামকরা ডাক্তার সেই মাঝেমধ্যে এসে আয়েশা বেগমকে দেখে যান। তিনিও রোগ ধরতে পারছেন না। অথচ দিন দিন আয়েশা বেগম শুকিয়ে পাটখড়ি হয়ে যাচ্ছেন। ডাক্তার তাকে নিয়ম বেঁধে খেতে বলেছেন। কিন্তু কাল রাত থেকে তিনি কিছুই মুখে তুলছেন না।
দুপুর পর ফজলুর রহমান থানা সদর থেকে বাড়ি ফিরলেন। ফিরেই স্ত্রী আয়েশা বেগমের পাশে এসে দাঁড়ালেন। বললেন, ‘এখন কেমন লাগছে সাকিবের মা?’
‘আমার ভালো-মন্দের খবর নেওয়ার দরকার নাই।’ তার কণ্ঠ ভীষণ কর্কশ শোনাল। মনে হলো তিনি স্বামীর উপর ভীষণ রেগে আছেন।
ফজলুর রহমান আয়েশা বেগমের পাশে বসে একটা হাত টেনে নিলেন নিজের হাতের মধ্যে।
আয়েশা বেগম মুখ ঘুরিয়ে নিলেন।
‘কী হয়েছে? তুমি এমন করছ কেন?’ আয়েশা বেগম ইশারায় সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে ইশারা করলেন। সবাই বেরিয়ে গেলে স্বামীকে বললেন, ‘ছেলেকে বিয়ে দিয়ে দেন। ঘরে পাপ কাজ হচ্ছে।’
‘কী পাপ হচ্ছে?’ ফজলুর রহমান জিজ্ঞেস করলেন।
আয়েশা বেগম চিবিয়ে বললেন, ‘কী পাপ হচ্ছে আপনি জানেন না? ঘরে ছেলে অন্য মেয়ের সঙ্গে জ্বেনা করছে। আর আপনি দেখেও না দেখার ভান করছেন। আবার বলছেন কী পাপ হচ্ছে?’
ফজলুর রহমান আমতা আমতা করে বললেন, ‘শোন, ঘটনাটা আমিও প্রথম প্রথম খারাপ ভাবছিলাম। কিন্তু যখন সাকিবের মুখে আসল কথা শুনলাম তখন আর রাগ করতে পারি নাই।’
‘কী বলেছে সাকিব?’
‘আমি সাকিবের বন্ধু নজরুলের কাছে গিয়া এই ব্যাপারটা সাকিবকে বোঝানোর কথা বলেছিলাম। সাকিব যা বলেছে তাতে আর সাকিবকে দোষ দেওয়া ঠিক হবে না।’
‘সাকিব কী কইছে সেই কথা কন।’
‘সাকিব বলেছে, রাজাকাররা সাথীকে মিলিটারি ক্যাম্পে নিয়া যাইতে চাইছিল। মিলিটারি ক্যাম্পে নিয়া গেলে সাথীর কী অবস্থা হবে একবার ভেবে দেখেছ? তা ছাড়া সাকিব যা করছে তা মোটেও দোষের না। যুদ্ধের সময় এমন করার নিয়ম আছে।’
আয়েশা বেগম রেগে বললেন, ‘রাখেন আপনার নিয়ম। আপনি কি ওই নিয়ম ধুইয়া পানি খাইবেন? ছেলে কবুল ছাড়া একটি পর নারীকে নিয়ে একই ঘরে রাত কাটাচ্ছে সেটা দোষ না? আপনি ওই মেয়ের সাথে সাকিবের বিয়া দিয়া দেন। তারপর ওরা যা ইচ্ছা তাই করুক। না হলে এই বাড়ির কোনো কিছু আমি স্পর্শ করব না।’
‘এতে সমস্যা কোথায় আমি বুঝতে পারছি না। ওই মেয়েটা মালে গণিমত। শত্রু পক্ষের সম্পত্তি। ওকে আমরা যুদ্ধে গণিমতের মাল হিসাবে অধিকার করেছি। ওরা মুশরিকদের সঙ্গে হাত মিলাইছে। ওরা আমাদের যুদ্ধ বন্দিনি দাসী। ওদের দাসী হিসেবে সহবত করা জায়েজ। তোমার ছেলে মোটেও পাপ করছে না।’
‘এ কথা আপনি কই পাইলেন?’
‘এটা হাদীসের কথা। নবী মোহাম্মদ [স.] যুদ্ধ বন্দিনিদের তার সাহাবাদের মধ্যে বণ্টন করে দিতেন।’

চলবে...

আগের পর্বগুলো পড়ুন>>>

যারা যুদ্ধ করেছিল: পর্ব-৮

যারা যুদ্ধ করেছিল: পর্ব-৭

যারা যুদ্ধ করেছিল: পর্ব-৬

যারা যুদ্ধ করেছিল: পর্ব-৫

যারা যুদ্ধ করেছিল: পর্ব-৪

যারা যুদ্ধ করেছিল: পর্ব-৩

যারা যুদ্ধ করেছিল: পর্ব-২

যারা যুদ্ধ করেছিল: পর্ব-১

এসএন

Header Ad
Header Ad

পাকিস্তানে সেনাবাহিনী-সন্ত্রাসী গোলাগুলি, দুই সেনাসদস্যসহ নিহত ১৭

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার তিনটি ভিন্ন ভিন্ন অঞ্চলে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই সেনাসদস্যসহ মোট ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় অভিযান চালানো হয়। সেখানে আটজন সন্ত্রাসীকে হত্যা করা হয়। একই দিনে উত্তর ওয়াজিরিস্তান ও দক্ষিণ ওয়াজিরিস্তানের দুটি স্থানে আরও দুটি অভিযান চালানো হয়।

উত্তর ওয়াজিরিস্তানে চারজন এবং দক্ষিণ ওয়াজিরিস্তানের গোমাল জ্যাম এলাকায় তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী। এই সংঘর্ষগুলোর একটিতে পাক বাহিনীর দুই সেনা সদস্য প্রাণ হারান।

আইএসপিআরের বিবৃতিতে আরও জানানো হয়, অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

এদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, এসব অভিযান ছিল পরিকল্পিত ও গোয়েন্দা তথ্যভিত্তিক। সাম্প্রতিক সময়ে দেশটিতে সন্ত্রাসী হামলার সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, বিশেষ করে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে।

‘পাকিস্তান ইন্সটিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ’ (PICS) এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে সন্ত্রাসী হামলার সংখ্যা ডিসেম্বরের তুলনায় প্রায় ৪২ শতাংশ বেড়েছে। এতে করে পুরো অঞ্চলে নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলা পৌর এলাকার চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে সিএনজি চালা হেলাল উদ্দিন (৫৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি সিএনজি যাত্রী ছিলেন।

রবিবার (২৭ এপ্রিল) সকালে মধুপুর থানার ডিউটি অফিসার মো. মনজুরুল হক এ বিষয়টি নিশ্চিত করছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে দুর্ঘটনা কবলিত সিএনজি ধনবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক ঘটনা স্থলে মারা যান। এ সময় গুরুতর আহত হয় এক যাত্রী।

এরপর তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে রাতেই হাসপাতালে তিনি মারা যায়।

এ ব্যাপারে মধুপুর থানার ডিউটি অফিসার মো. মনজুরুল হক জানান, নিহত সিএনজি চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, অজ্ঞাত ওই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি, শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Header Ad
Header Ad

হজের ফ্লাইট শুরু মঙ্গলবার, উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা

হজের ফ্লাইট শুরু মঙ্গলবার। ছবি: সংগৃহীত

পবিত্র হজ ফ্লাইট শুরু আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল)। ওই দিন ৪১৯ জন সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

চলতি বছর ৮৭ হাজার ১০০ জন পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

প্রথম ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন করতে সরকারি পর্যায়ে ১১২ জন এবং বেসরকারি পর্যায়ে ১ হাজার ৭৪৩ জন গাইড দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের সার্বিক সহায়তা করবেন।

হজযাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ তিনটি এয়ারলাইনস। ৩১ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

পবিত্র হজ উপলক্ষে এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ১১৮টি, সাউদিয়া ৮০টি এবং নাস এয়ারলাইনস ৩৪টি ফ্লাইট।

হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আরাফাতের ময়দানে হজের খুতবা, যা ৯ জিলহজ মসজিদে নামিরা থেকে প্রদান করা হয়। এবারও বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচারিত হবে হজের খুতবা, এবং তাৎক্ষণিক অনুবাদ করা হবে ২০টি ভাষায়। 

যেসব ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে সেগুলো হলো- বাংলা, ফরাসি (ফ্রেঞ্চ), মালয়, উর্দু, ফারসি, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো এবং জার্মান। 

উল্লেখ্য, ১৪৪৬ হিজরির ৯ জিলহজ (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৫ জুন) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাকিস্তানে সেনাবাহিনী-সন্ত্রাসী গোলাগুলি, দুই সেনাসদস্যসহ নিহত ১৭
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২
হজের ফ্লাইট শুরু মঙ্গলবার, উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা
ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত সাড়ে ৭ শতাধিক
ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিন্ধুর পানি ছাড়ল ভারত, হঠাৎ বন্যায় ডুবলো পাকিস্তানের কাশ্মীর
রিয়ালের হৃদয়ভাঙা রাত, কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা
উত্তরায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় তরুণ-তরুণীর মৃত্যু
জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটিতে ১০ জেলায় বিদ্যুৎ বিভ্রাট
আবারও দুই ধাপে ৬ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
পাকিস্তানি হামলার আশঙ্কায় বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন ভারতীয়রা
চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করলো বিএনপি
আওয়ামী লীগ ভারতের গোলামী করা দল : নুরুল হক নুর
ইরানের রাজাই বন্দরে শক্তিশালী বিস্ফোরণ, আহত ৫১৬ জন
প্রায় দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক
গোবিন্দগঞ্জে মৃত আওয়ামী লীগ নেতার নামে জামাতের মামলা
গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতারের দাবি পুলিশের
নওগাঁর রাণীনগর ও আত্রাই বাসীর গলার কাঁটা ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ অবশেষে সংস্কার
যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ
গোবিন্দগঞ্জে গাঁজাসহ ট্রাকের চালক-হেলপার গ্রেপ্তার